সিডনিতে অস্ট্রেলিয়া বিএনপির উদ্যোগে ‘সোশ্যাল মিডিয়ায় ফ্যাক্টচেকিং ও এআই ব্যবহার’ শীর্ষক একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩০ নভেম্বর) লাকাম্বা লাইব্রেরিতে আয়োজিত এই কর্মশালায় অস্ট্রেলিয়ার বিভিন্ন অঙ্গরাজ্য থেকে নেতাকর্মীরা সরাসরি ও অনলাইনে অংশ নেন।
কর্মশালায় আধুনিক ফ্যাক্টচেকিং, এআই ভিত্তিক যাচাই প্রযুক্তি, ভুয়া তথ্য শনাক্তকরণ এবং ডিজিটাল মনিটরিং বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রায় ২০ জন তরুণ অংশগ্রহণকারীর হাতে-কলমে প্রশিক্ষণ হয়।
অস্ট্রেলিয়া বিএনপি জানায়, এই উদ্যোগের মূল লক্ষ্য দক্ষ ও প্রশিক্ষিত ফ্যাক্টচেকিং টিম গঠন করা, যা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া অপপ্রচার ও ভুয়া তথ্য শনাক্ত করে সাধারণ মানুষকে নির্ভরযোগ্য তথ্য পৌঁছে দেবে। এটি চলমান একটি দীর্ঘমেয়াদি প্রকল্প হিসেবে ডিজিটাল প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা করছে।
বিডি-প্রতিদিন/মাইনুল