সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় অস্ট্রেলিয়া বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সিডনির ল্যাকেম্বার রেস্তোরাঁ মাসালাতে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য সেখানে মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে অস্ট্রেলিয়া বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। দোয়ায় অংশ নেন বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান প্রধান উপদেষ্টা মনিরুল হক জর্জ, সাবেক সহসভাপতি ও সাবেক জিয়া পরিষদ সভাপতি রুহুল আহমেদ সওদাগর, ডা. আব্দুল ওয়াহাব, সাবেক জিয়া পরিষদের সভাপতি আব্দুল কাইয়ুম, বিএনপি অস্ট্রেলিয়ার সাধারণ সম্পাদক মো. আবুল হাছান, সহসভাপতি কামরুজ্জামান মোল্লা ঝিন্টু, সহসভাপতি বেলাল হোসেন ঢালী, মোবারক হোসেন, আব্দুস সাত্তার, সাংগঠনিক সম্পাদক এ এন এম মাসুম, যুগ্ম সম্পাদক খাইরুল কবির পিন্টু, মো. কুদ্দসুর রহমান, মো. কামরুল ইসলাম, নিউ সাউথ ওয়েলস বিএনপির সভাপতি মো. ইরফান খান, জিয়া ফোরামের আহ্বায়ক সোহেল মাহমুদ ইকবাল, সদস্যসচিব জাকির আলম লেলিন। এ ছাড়া বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক সাধারণ মুসল্লি দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।
খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন অস্ট্রেলিয়া বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য এবং সুপ্রভাত সিডনির সম্পাদক ইউসুফ আব্দুল্লাহ শামীম।
আয়োজকরা জানান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় অস্ট্রেলিয়া বিএনপির এই দোয়া অনুষ্ঠান আগামীতেও চলমান থাকবে।
বিডি প্রতিদিন/কেএইচটি