রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় মালয়েশিয়ায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ নভেম্বর) বাদ জুমা কুয়ালালামপুরের তিতিওয়াংসা সুরাও বায়তুল মোকাররামে মালয়েশিয়া বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সুরাও বায়তুল মোকাররামের খতিব হাফেজ মাওলানা ইকরামুল হক।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- মালয়েশিয়া বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বর্তমান সহসভাপতি তালহা মাহমুদ, সহসভাপতি ড. এস. এম. রহমান তনু, সহসাধারণ সম্পাদক কাজী সালাহউদ্দিন, ঢাকা মহানগর সূত্রাপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ আহমেদ, সুমন চৌধুরী মিজান, আবুল বাশার আকন, মো. কামাল হোসেন, ইঞ্জি. শাহজালাল, মো. জাহাঙ্গীর সরদার, মো. সুমন, মো. হুমায়ুন, জসিম উদ্দিন, আল ইমরান, শাহিন আলম, মো. রিপন, আজিজুর রহমান, রফিক সরকার, মিজান মজুমদার, মো. ইসলাম প্রমুখ।
বিডি-প্রতিদিন/মাইনুল