বিচার বিভাগের স্বাধীনতা ছাড়া ন্যায়বিচারের আশা করাও বৃথা। এ স্বাধীনতার প্রতি অঙ্গীকারবদ্ধ ভূমিকা পালন করেছিলেন আমাদের সংবিধান প্রণেতারা। কিন্তু সে অঙ্গীকার বাস্তবায়নে কোনো সরকার আগ্রহ দেখায়নি। ২০০৭ সালের তত্ত্বাবধায়ক সরকারের আমলে বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে পৃথক করার ঘোষণা দেওয়া হয়েছিল মাসদার হোসেন মামলার ১২ দফা নির্দেশনার আলোকে। ওই ১২ দফার মধ্যে কিছু কিছু অংশ সর্বোচ্চ আদালতের তাগিদে বাস্তবায়ন করা হলেও সদিচ্ছার অভাবে বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় গঠন এতকাল ধরাছোঁয়ার বাইরে ছিল। গত রবিবার বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করতে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, ২০২৫ জারি করা হয়। এর মাধ্যমে নির্বাহী বিভাগ থেকে পুরোপুরি পৃথক হলো বিচার বিভাগ। রাষ্ট্রপতির নির্দেশে এ অধ্যাদেশ জারি করা হয় এবং ওই দিন রাতেই গেজেটে প্রকাশ করা হয়। এর আগে ২০ নভেম্বর উপদেষ্টা পরিষদ সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় প্রতিষ্ঠা সংক্রান্ত খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়। বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক স্বতন্ত্রীকরণ নিশ্চিতে প্রধান বিচারপতির উদ্যোগে গত বছরের ২৭ অক্টোবর সুপ্রিম কোর্ট থেকে পৃথক বিচার বিভাগীয় সচিবালয় গঠনসংক্রান্ত প্রস্তাব আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ে পাঠানো হয়। অধ্যাদেশ জারির মাধ্যমে বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠার স্বপ্ন বাস্তব রূপ নিল। এর আগে ২ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের জন্য পৃথক সচিবালয় তিন মাসের মধ্যে প্রতিষ্ঠার নির্দেশ দেন হাই কোর্ট। রায়ে অধস্তন আদালতের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলাসংক্রান্ত ১৯৭২ সালের সংবিধানের ১১৬ অনুচ্ছেদ পুনর্বহাল করেন হাই কোর্ট। ১৯৭২ সালের সংবিধানের ১১৬ অনুচ্ছেদ অনুসারে, বিচার বিভাগে নিযুক্ত ম্যাজিস্ট্রেটদের নিয়ন্ত্রণ অর্থাৎ কর্মস্থল নির্ধারণ, পদোন্নতি দান, ছুটি মঞ্জুরিসহ ও শৃঙ্খলাবিধান সুপ্রিম কোর্টের ওপর ন্যস্ত থাকবে। এই অধ্যাদেশের ফলে সচিবালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে। বিচার বিভাগের পৃথক সচিবালয় হলে বিচারকদের ওপর সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার সুযোগ বন্ধ হবে। ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকরা কতটা পক্ষপাতহীন ভূমিকা নেবেন সেটিও গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে রাষ্ট্রের নির্বাহী বিভাগের সদিচ্ছাও প্রয়োজন।
শিরোনাম
- ৩০০ আসনে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ দিয়ে ইসির প্রজ্ঞাপন
- মগবাজার, মৌচাক ও মোহাম্মদপুরে ককটেল বিস্ফোরণ
- মেডিকেল ভর্তি পরীক্ষা আজ, কেন্দ্রের গেট বন্ধ হবে সাড়ে ৯টায়
- খালেদা জিয়ার চিকিৎসার সর্বশেষ অবস্থা জানাল মেডিকেল বোর্ড
- আমরা এখনো সিরিয়াস না হলে দেশের অস্তিত্ব হুমকির সম্মুখীন হবে: তারেক রহমান
- যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বিএনপির বৈঠক পেছাল
- মাদকের টাকার জন্য নিজের ঘরে আগুন দিল যুবক
- তানজানিয়ায় নির্বাচনী সহিংসতা, দুই হাজারের বেশি নিহত
- লালবাগে ছুরিকাঘাতে যুবক খুন
- এশিয়া কাপের হ্যাটট্রিক শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদী হাকিম
- মাদারীপুরে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
- জবিতে তিন দফা দাবিতে ভিসি ভবন ঘেরাওয়ের হুশিয়ারি
- তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে খেলাফত মজলিস
- সিরিয়ার সঙ্গে যুদ্ধ অনিবার্য: ইসরায়েলি মন্ত্রী
- ভেনেজুয়েলার ন্যাশনাল গার্ড মানবতাবিরোধী অপরাধ করেছে: জাতিসংঘ
- জাতি একটি ভালো নির্বাচনের অপেক্ষায় আছে: দুলু
- রেকর্ড ৯০১ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা ব্যয় বিল পাস যুক্তরাষ্ট্রের
- মাইজভাণ্ডারী যুব ফোরামের উদ্যোগে ‘ক্যারিয়ার গাইডেন্স’ সেমিনার
- লালমনিরহাটে জন্মান্ধ হাফেজার পাশে বিএনপি নেতা দুলু
- চীন-ভারতসহ কয়েকটি দেশের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্কারোপ মেক্সিকোর