সংসদ নির্বাচন সামনে রেখে সারা দেশে অবৈধ অস্ত্রের ঝনঝনানি বৃদ্ধি পেয়েছে। সুষ্ঠু ও অবাধ নির্বাচনে অন্তর্বর্তী সরকার অঙ্গীকারবদ্ধ হলেও অবৈধ অস্ত্রধারীদের সামাল দিতে না পারলে তা আদৌ সম্ভব হবে কি না, বড়মাপে প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরের শাসনামলে সবচেয়ে বড় বিচ্যুতি ছিল সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে ব্যর্থতা। যেভাবেই হোক নিজেদের জয়ী হতে হবে- এমন অপরিণামদর্শী মনোভাবে আক্রান্ত হয়েছিলেন বিগত সরকারের কর্ণধাররা। নির্বাচন কমিশন সারমেয় মার্কা হিজ মাস্টার্স ভয়েসের প্রতিবিম্ব হয়ে দাঁড়িয়েছিল। দৃশ্যত অন্তর্বর্তী সরকার কোনো রাজনৈতিক দলের প্রতি দায়বদ্ধ নয়। নিজেদের স্বার্থেই সুষ্ঠু ও অবাধ নির্বাচন তাদের কাম্য হওয়া উচিত। কিন্তু দেশে যেভাবে অবৈধ অস্ত্রের ঝনঝনানি বৃদ্ধি পাচ্ছে নির্বাচনের আগে সামাল দিতে না পারলে ভোটাভুটি কতটা সুষ্ঠু হবে, তা নিয়ে বড়মাপে শঙ্কা থেকে যায়। অস্ত্রের ঝনঝনানি উদ্বেগ বাড়াচ্ছে রাজনীতিতেও। প্রতিপক্ষকে ভয় দেখানো, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে ব্যবহার হচ্ছে অবৈধ অস্ত্র। বিভিন্ন রাজনৈতিক দল তাদের সম্ভাব্য প্রার্থীর তালিকা ঘোষণার পর মাঠের চিত্র পাল্টে গেছে। অবৈধ অস্ত্রের মহড়াও দেখা যাচ্ছে বিভিন্ন এলাকায়। ৫ নভেম্বর চট্টগ্রামের চান্দগাঁও চালিতাতলী এলাকায় নির্বাচনি জনসংযোগের সময় বিএনপির মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ হন। এ সময় গুলিবিদ্ধ হয়ে একজনের মৃত্যু হয়। সর্বশেষ গত সোমবার রাজধানীর পল্লবীতে এবং ১০ নভেম্বর পুরান ঢাকার আদালত চত্বরে টার্গেট খুনের শিকার হয়েছেন আরও দুজন। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, গণ অভ্যুত্থানে নিরাপত্তা বাহিনীর লুট হওয়া অস্ত্র এখনো উদ্ধার না হওয়ায় অস্ত্র প্রদর্শন ও তার ব্যবহার বেড়েই চলছে। পুলিশের লুট হওয়া ১ হাজার ৪০৫টি অস্ত্র ও আড়াই লাখ গুলি এবং বৈধ লাইসেন্সধারীদের জমা না দেওয়া ১ হাজার ৬৫৪টি অস্ত্রও এখন অবৈধ হয়ে অপরাধীদের হাতেই রয়ে গেছে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে অবৈধ অস্ত্র উদ্ধারে সরকারকে কড়া হতে হবে। অস্ত্রধারী যে-ই হোক তাদের আনতে হবে আইনের আওতায়। দুর্বৃত্তায়নের রাজনীতি যাতে মাথা চাড়া দিয়ে না ওঠে সে ব্যাপারে থাকতে হবে সতর্ক। এটি তাদের কর্তব্য বলে বিবেচিত হওয়া উচিত।
শিরোনাম
- ৩০০ আসনে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ দিয়ে ইসির প্রজ্ঞাপন
- মগবাজার, মৌচাক ও মোহাম্মদপুরে ককটেল বিস্ফোরণ
- মেডিকেল ভর্তি পরীক্ষা আজ, কেন্দ্রের গেট বন্ধ হবে সাড়ে ৯টায়
- খালেদা জিয়ার চিকিৎসার সর্বশেষ অবস্থা জানাল মেডিকেল বোর্ড
- আমরা এখনো সিরিয়াস না হলে দেশের অস্তিত্ব হুমকির সম্মুখীন হবে: তারেক রহমান
- যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বিএনপির বৈঠক পেছাল
- মাদকের টাকার জন্য নিজের ঘরে আগুন দিল যুবক
- তানজানিয়ায় নির্বাচনী সহিংসতা, দুই হাজারের বেশি নিহত
- লালবাগে ছুরিকাঘাতে যুবক খুন
- এশিয়া কাপের হ্যাটট্রিক শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদী হাকিম
- মাদারীপুরে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
- জবিতে তিন দফা দাবিতে ভিসি ভবন ঘেরাওয়ের হুশিয়ারি
- তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে খেলাফত মজলিস
- সিরিয়ার সঙ্গে যুদ্ধ অনিবার্য: ইসরায়েলি মন্ত্রী
- ভেনেজুয়েলার ন্যাশনাল গার্ড মানবতাবিরোধী অপরাধ করেছে: জাতিসংঘ
- জাতি একটি ভালো নির্বাচনের অপেক্ষায় আছে: দুলু
- রেকর্ড ৯০১ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা ব্যয় বিল পাস যুক্তরাষ্ট্রের
- মাইজভাণ্ডারী যুব ফোরামের উদ্যোগে ‘ক্যারিয়ার গাইডেন্স’ সেমিনার
- লালমনিরহাটে জন্মান্ধ হাফেজার পাশে বিএনপি নেতা দুলু
- চীন-ভারতসহ কয়েকটি দেশের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্কারোপ মেক্সিকোর