নির্বাচন নিয়ে অনিশ্চয়তার পাশাপাশি সংকোচনমুখী মুদ্রানীতিতে বেকায়দায় পড়েছে বেসরকারি খাত। মূল্যস্ফীতি নিম্নমুখী হলেও রাজনৈতিক স্থিতিশীলতার ক্ষেত্রে অনিশ্চয়তা থাকায় ব্যবসায়ীরা আস্থা রাখতে পারছেন না। সংকোচনমূলক মুদ্রানীতি বেসরকারি খাতের ঋণ ও বিনিয়োগে নেতিবাচক প্রভাব ফেলছে। নির্বাচনের তারিখ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে সামনের মাসগুলোতে অর্থনীতিতে নির্বাচনসংক্রান্ত কার্যকলাপ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। যা অর্থনীতির সঙ্গে জড়িত ব্যক্তি ও বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে পারে। তবে বিশেষজ্ঞদের ধারণা, নির্বাচন নিয়ে এখনো অনিশ্চয়তা থাকায় ব্যবসাবাণিজ্যে বিনিয়োগসহ অর্থনীতির সব খাতে স্থবিরতা বিরাজ করছে। সরকারের ইকোনমিক আপডেট অ্যান্ড আউটলুকের প্রতিবেদনে পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ (জিইডি) গত কয়েক মাসের সামষ্টিক অর্থনীতির চারটি বিষয়ের ওপর আলোকপাত করেছে। এগুলো হলো : প্রথমত, সরকারের তৎপরতার কারণে চালের দাম কমতে শুরু করেছে; দ্বিতীয়ত, মুদ্রা বিনিময় হার স্থিতিশীল থাকলেও রপ্তানিতে ধীরগতি দেখা যাচ্ছে; তৃতীয়ত ব্যাংক আমানত বাড়লেও বেসরকারি খাতে ঋণ কমছে এবং চতুর্থত, প্রশাসনিক সংস্কারের কারণে রাজস্ব আয়ে গতি ফিরেছে। প্রতিবেদনে নির্বাচনের বিষয়ে আলোকপাত করে বলা হয়েছে, কয়েক মাস ধরে বাণিজ্যিক ব্যাংকগুলোর আমানত বাড়ছে উল্লেখযোগ্য হারে। সরকার এবং কেন্দ্রীয় ব্যাংকের কিছু সংস্কার উদ্যোগের কারণে আমানতকারীরা ব্যাংকমুখী হচ্ছেন। সঞ্চয়পত্রের সুদের হার কমানোর কারণেও অনেকের কাছে ব্যাংক-আমানত আকর্ষণীয় হয়ে উঠেছে। এ ছাড়া বাণিজ্যিক ব্যাংকগুলোর আমানত বৃদ্ধির পেছনে রেমিট্যান্স প্রবৃদ্ধিও ইতিবাচক ভূমিকা রেখেছে। তবে ব্যাংক আমানত বাড়লেও বেসরকারি খাতে ঋণ ও বিনিয়োগে নেতিবাচক প্রবণতা দেখা যাচ্ছে। প্রতিবেদনে এজন্য সরকারের সংকোচনমূলক মুদ্রানীতিকে দায়ী করা হয়েছে। সংকোচনমূলক মুদ্রানীতির ফলে নীতিনির্ধারণী সুদের হার বৃদ্ধি পেয়েছে। বাণিজ্যিক ব্যাংকগুলো বেসরকারি খাতে ঋণ না দিয়ে নিরাপদ বিনিয়োগ হিসেবে কেন্দ্রীয় ব্যাংকে টাকা রাখছে। দেশের অর্থনীতির স্বার্থে সংকোচনমুখী মুদ্রানীতি থেকে সরে আসতে হবে।
শিরোনাম
- ৩০০ আসনে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ দিয়ে ইসির প্রজ্ঞাপন
- মগবাজার, মৌচাক ও মোহাম্মদপুরে ককটেল বিস্ফোরণ
- মেডিকেল ভর্তি পরীক্ষা আজ, কেন্দ্রের গেট বন্ধ হবে সাড়ে ৯টায়
- খালেদা জিয়ার চিকিৎসার সর্বশেষ অবস্থা জানাল মেডিকেল বোর্ড
- আমরা এখনো সিরিয়াস না হলে দেশের অস্তিত্ব হুমকির সম্মুখীন হবে: তারেক রহমান
- যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বিএনপির বৈঠক পেছাল
- মাদকের টাকার জন্য নিজের ঘরে আগুন দিল যুবক
- তানজানিয়ায় নির্বাচনী সহিংসতা, দুই হাজারের বেশি নিহত
- লালবাগে ছুরিকাঘাতে যুবক খুন
- এশিয়া কাপের হ্যাটট্রিক শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদী হাকিম
- মাদারীপুরে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
- জবিতে তিন দফা দাবিতে ভিসি ভবন ঘেরাওয়ের হুশিয়ারি
- তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে খেলাফত মজলিস
- সিরিয়ার সঙ্গে যুদ্ধ অনিবার্য: ইসরায়েলি মন্ত্রী
- ভেনেজুয়েলার ন্যাশনাল গার্ড মানবতাবিরোধী অপরাধ করেছে: জাতিসংঘ
- জাতি একটি ভালো নির্বাচনের অপেক্ষায় আছে: দুলু
- রেকর্ড ৯০১ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা ব্যয় বিল পাস যুক্তরাষ্ট্রের
- মাইজভাণ্ডারী যুব ফোরামের উদ্যোগে ‘ক্যারিয়ার গাইডেন্স’ সেমিনার
- লালমনিরহাটে জন্মান্ধ হাফেজার পাশে বিএনপি নেতা দুলু
- চীন-ভারতসহ কয়েকটি দেশের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্কারোপ মেক্সিকোর