ফের উত্তাল রাজনীতি। কারও ভাষায় টালমাটাল। কেউ বলছেন ঘূর্ণাবর্তে। প্রসঙ্গ গণভোট ও নির্বাচন। জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের দিনক্ষণ নিয়ে প্রধান দলগুলোর মধ্যে মতানৈক্যে রাজনীতির অঙ্গন উষ্ণতা অতিক্রম করে উত্তাপ অভিমুখী। বিএনপির দাবি- সংসদ নির্বাচনের আগে গণভোট নয়। জামায়াতসহ আট ইসলামি দল চায় এ মাসের মধ্যেই। আদেশ প্রত্যাশা করে দ্রুততম সময়ে। এনসিপি তাদের চাওয়া প্রতীক প্রশ্নে অটল অবস্থানে। হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, দেশে গৃহযুদ্ধের পরিস্থিতি হলে দায় প্রধান উপদেষ্টার। রাজনৈতিক দলগুলোর এমন প্রকট পরস্পরবিরোধী অবস্থানে সরকার চাপে রয়েছে। এ প্রেক্ষাপটে জন-জল্পনাকল্পনার প্রধান বিষয় হচ্ছে- ঘোষিত সময়ে নির্বাচন হবে তো? ভয়াবহ বিপর্যয়ের আশঙ্কা করছেন অনেকে। দলগুলোর মধ্যে যে অনৈক্যের সুর তা উদ্বেগজনক। ১৮ কোটি মানুষের দেশে অর্ধশতাধিক রাজনৈতিক দলের মত-পথ-প্রত্যাশা, নীতি-আদর্শে ভিন্নতা থাকবে, এটাই স্বাভাবিক। তারা তা প্রকাশ করবেন, আদায়ে উচ্চকণ্ঠ হবেন- এটাও গণতন্ত্র এবং রাজনৈতিক স্বাধীনতার সৌন্দর্য। তবে সব দল এবং তাদের দায়িত্বশীল নেতৃত্বের বিবেচনায় বৃহত্তর জাতীয় স্বার্থ, স্বাধীনতা-সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং মানবিক মর্যাদা সমুন্নত রাখার দৃঢ়প্রত্যয় দেখতে চায় জাতি। জুলাই বিপ্লবের পর ১৫ মাস পূর্ণ হচ্ছে। রাষ্ট্র সংস্কার ও বিচার কর্মযজ্ঞ আশাব্যঞ্জক গতিতেই চলছে। ফেব্রুয়ারিতে নির্বাচন, সরকারের এ প্রত্যয়ী ঘোষণার পর ভোটের বাদ্য বাজছে সারা দেশে। সাজসাজ রব দলগুলোয়। জোট গঠন, প্রার্থী মনোনয়নের প্রক্রিয়া তারই সাক্ষ্য দেয়। সরকার ও নির্বাচন কমিশনের আন্তরিকতা প্রকাশ পাচ্ছে দফায় দফায় বৈঠক, প্রস্তুতি গ্রহণ এবং কিছু ক্ষেত্রে আপসে। সবাই চাচ্ছে ঘোষিত সময়ে নির্বাচনটা সুষ্ঠু, সুন্দরভাবে অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার অর্পিত হোক এবং তারা পর্যায়ক্রমে জুলাইয়ের চেতনা বাস্তবায়ন করুক। এ ক্ষেত্রে কিছু ছাড়, কিছু সমঝোতার মাধ্যমে হলেও নির্বাচন বিষয়ে দলগুলোর মতৈক্যে পৌঁছানো জরুরি। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। শুক্রবার বিকালে যখন এ কলাম লেখা হচ্ছে- তার আগে-পরেও অনেক সিদ্ধান্ত, মতের পরিবর্তন হতে পারে। যাই হোক, তা শুভ হোক। উত্তাল রাজনীতি স্থিত হোক, টালমাটাল অবস্থা কাটিয়ে ঘূর্ণাবর্ত থেকে উঠে দাঁড়াক। সব শঙ্কা-অনিশ্চয়তার উত্তাপ প্রশমিত হোক সংগত সমাধানে।
শিরোনাম
- ৩০০ আসনে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ দিয়ে ইসির প্রজ্ঞাপন
- মগবাজার, মৌচাক ও মোহাম্মদপুরে ককটেল বিস্ফোরণ
- মেডিকেল ভর্তি পরীক্ষা আজ, কেন্দ্রের গেট বন্ধ হবে সাড়ে ৯টায়
- খালেদা জিয়ার চিকিৎসার সর্বশেষ অবস্থা জানাল মেডিকেল বোর্ড
- আমরা এখনো সিরিয়াস না হলে দেশের অস্তিত্ব হুমকির সম্মুখীন হবে: তারেক রহমান
- যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বিএনপির বৈঠক পেছাল
- মাদকের টাকার জন্য নিজের ঘরে আগুন দিল যুবক
- তানজানিয়ায় নির্বাচনী সহিংসতা, দুই হাজারের বেশি নিহত
- লালবাগে ছুরিকাঘাতে যুবক খুন
- এশিয়া কাপের হ্যাটট্রিক শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদী হাকিম
- মাদারীপুরে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
- জবিতে তিন দফা দাবিতে ভিসি ভবন ঘেরাওয়ের হুশিয়ারি
- তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে খেলাফত মজলিস
- সিরিয়ার সঙ্গে যুদ্ধ অনিবার্য: ইসরায়েলি মন্ত্রী
- ভেনেজুয়েলার ন্যাশনাল গার্ড মানবতাবিরোধী অপরাধ করেছে: জাতিসংঘ
- জাতি একটি ভালো নির্বাচনের অপেক্ষায় আছে: দুলু
- রেকর্ড ৯০১ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা ব্যয় বিল পাস যুক্তরাষ্ট্রের
- মাইজভাণ্ডারী যুব ফোরামের উদ্যোগে ‘ক্যারিয়ার গাইডেন্স’ সেমিনার
- লালমনিরহাটে জন্মান্ধ হাফেজার পাশে বিএনপি নেতা দুলু
- চীন-ভারতসহ কয়েকটি দেশের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্কারোপ মেক্সিকোর