নানা অঙ্গনে অশান্তি, অনৈক্য, অনিশ্চয়তার দীর্ঘশ্বাসে যখন ভারী দেশের বাতাস, তখন একটা আনন্দ সংবাদ সৃষ্টি করল বাংলাদেশ ক্রিকেট দল। ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিয়ে সিরিজ জিতে নিল টিম বাংলাদেশ। লাল-সবুজের পতাকাবাহী দল, মিরাজ বাহিনীকে অভিনন্দন। প্রায় দেড় বছর পর বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে সিরিজ জয়ের ট্রফি নিয়ে উচ্ছ্বাস-উল্লাসে হাস্যোজ্জ্বল ভি-প্রদর্শিত ফটো সেশনের এই সুযোগ ঘটল। এর আগে গত বছর মার্চে, শ্রীলঙ্কার বিপক্ষে অ্যাওয়ে সিরিজ জয়ের পর, টানা চারটি সিরিজে হারে এদের ওয়ানডে সামর্থ্য নিয়েই প্রশ্ন উঠেছিল। তাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষটায় ১৭৯ রানের বিশাল ব্যবধানে জয় ছিনিয়ে মিরাজ বাহিনী সে প্রশ্নের উপযুক্ত জবাবই দিল। ওয়ানডেতে রানের হিসাবে এটা দেশের দ্বিতীয় বড় জয়। আর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবধানে বিজয়। ক্যারিবীয় বোলারদের বাউন্স বলের সাহসী মোকাবিলায়, ব্যাটিংকে দারুণ উপভোগ্য করে তুলেছিলেন বাংলাদেশের দুই ওপেনার সাইফ হাসান ও সৌম্য সরকার। ২৫.২ ওভার জুটিবদ্ধ থেকে ১৭৬ রানের পাহাড় গড়েন তারা। যা শেরেবাংলা স্টেডিয়ামে উদ্বোধনী জুটির সর্বোচ্চ স্কোর। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ ৩০.১ ওভারে মাত্র ১১৭ রানেই গুঁড়িয়ে যায়। বাঁ-হাতি নাসুম, লেগ স্পিনার রিশাদ, অফস্পিনার অধিনায়ক মিরাজ এবং আরেক বাঁ-হাতি তানভীরের দুর্দান্ত বোলিং আর ফিল্ডারদের অব্যর্থ ক্ষিপ্রতার সামনে টিকতে পারেনি উইন্ডিজ। বিশাল রানের টার্গেট ছুঁতে তাদের মধ্যে তাড়াহুড়ার মনস্তাত্ত্বিক চাপও ছিল। অথচ এ সিরিজের শুরুতে মিরপুরের উইকেট যেন দেশের ব্যাটসম্যানদের জন্য হয়ে উঠেছিল বধ্যভূমি। সেই কালো মাটির উইকেটে ব্যাট হাতে জ্বলে ওঠেন সৌম্য। ৮৬ বলে ৭ চার ও ৪ ছয়ে করেন ৯১ রান। ম্যাচসেরাও হয়েছেন তিনি। ব্যাট হাতে যথেষ্ট ভালো করেছেন সাইফও। ৭২ বলে ৬টি করে চার ও ছয়ে তার ঝুলিতে জমে ৮০ রান। বলা যায়, জয়ের নায়ক এই দুজনই, সৌম্য-সাইফ। তাদের ধন্যবাদ। অনিশ্চয়তার খেলা ক্রিকেট। পান থেকে চুন খসলেই বিপদ, বিপর্যয়। তার মধ্যে দিয়েই ভালোমন্দে এগোচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। দীর্ঘদিনের দাপুটে খেলোয়াড়দের অনেকেই আজ নেই। এটাই নিয়ম। নবীন শক্তির হাতে এগিয়ে যাওয়ার ব্যাটন উঠবে এটাই স্বাভাবিক। কজন অভিজ্ঞ আর সংখ্যাগরিষ্ঠ তরুণের সমন্বয়ে আজকের বাংলাদেশ ক্রিকেট দল জাতির মনে আশা জাগায়। পাশাপাশি নারী ক্রিকেট দলটিরও অর্জন উজ্জ্বল। সব মিলে সামনে সম্ভাবনার উজ্জ্বল আলোর রেখা। সেই অমিতসম্ভাবনা সত্যি করে বিশ্বের ক্রিকেট মঞ্চে ঈর্ষণীয় মর্যাদার স্তম্ভে মাথা উঁচু করে দাঁড়াক বাংলাদেশ।
শিরোনাম
- ৩০০ আসনে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ দিয়ে ইসির প্রজ্ঞাপন
- মগবাজার, মৌচাক ও মোহাম্মদপুরে ককটেল বিস্ফোরণ
- মেডিকেল ভর্তি পরীক্ষা আজ, কেন্দ্রের গেট বন্ধ হবে সাড়ে ৯টায়
- খালেদা জিয়ার চিকিৎসার সর্বশেষ অবস্থা জানাল মেডিকেল বোর্ড
- আমরা এখনো সিরিয়াস না হলে দেশের অস্তিত্ব হুমকির সম্মুখীন হবে: তারেক রহমান
- যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বিএনপির বৈঠক পেছাল
- মাদকের টাকার জন্য নিজের ঘরে আগুন দিল যুবক
- তানজানিয়ায় নির্বাচনী সহিংসতা, দুই হাজারের বেশি নিহত
- লালবাগে ছুরিকাঘাতে যুবক খুন
- এশিয়া কাপের হ্যাটট্রিক শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদী হাকিম
- মাদারীপুরে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
- জবিতে তিন দফা দাবিতে ভিসি ভবন ঘেরাওয়ের হুশিয়ারি
- তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে খেলাফত মজলিস
- সিরিয়ার সঙ্গে যুদ্ধ অনিবার্য: ইসরায়েলি মন্ত্রী
- ভেনেজুয়েলার ন্যাশনাল গার্ড মানবতাবিরোধী অপরাধ করেছে: জাতিসংঘ
- জাতি একটি ভালো নির্বাচনের অপেক্ষায় আছে: দুলু
- রেকর্ড ৯০১ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা ব্যয় বিল পাস যুক্তরাষ্ট্রের
- মাইজভাণ্ডারী যুব ফোরামের উদ্যোগে ‘ক্যারিয়ার গাইডেন্স’ সেমিনার
- লালমনিরহাটে জন্মান্ধ হাফেজার পাশে বিএনপি নেতা দুলু
- চীন-ভারতসহ কয়েকটি দেশের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্কারোপ মেক্সিকোর