সব ঘটনাকেই দুর্ঘটনার সিল দিয়ে দিলে দোষীদের দায় লঘু বিবেচনার সুযোগ করে দেওয়া হয়। নিহত, আহত ও ক্ষতিগ্রস্তদের প্রতি করা হয় অবিচার। দায়ীদের জবাবদিহি ও ক্ষতিপূরণ দানে বাধ্য করা হচ্ছে না বলেই আইনভঙ্গ ও সতর্কতায় গাফিলতির ফাঁকফোকর দিয়ে ঢুকে পড়ছে বিস্ফোরণ, অগ্নিকাণ্ড, দুর্ঘটনার নামে মৃত্যুদূত। প্রাণহানি ঘটছে অসংখ্য মানুষের। ঘটনার পর সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়েও গলদঘর্ম হতে হচ্ছে সংশ্লিষ্ট বাহিনীকে পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং আহত-নিহতদের উদ্ধারে। প্রশাসন যদি যথাযথভাবে সব শিল্পকারখানা, গুদাম-ভবন তদারকির দায়িত্বটা পালন করে, দুর্ঘটনার সংখ্যা ও ভয়াবহতা অবশ্যই কমত। দুঃখজনক যে, সেখানে ঘাটতি আছে। এসব প্রসঙ্গের অবতারণা, মঙ্গলবার রাজধানীর মিরপুরে এক রাসায়নিক গুদামে আগুনের ঘটনায়। সেখানে অন্তত ১৬ জন পুড়ে অঙ্গার হন, যাদের অনেকেরই মৃতদেহ দেখে চেনার উপায় ছিল না। আহতদের মধ্যে কয়েকজন বার্ন ইনস্টিটিউটে ভর্তি আছেন। রাসায়নিকের গুদামটি ছিল টিনশেড দোতলা। সেখানে বিস্ফোরণ ঘটলে পাশের চার তলা ভবনে আগুন ছড়িয়ে পড়ে, যেখানে বেশকটি পোশাক শিল্পকারখানা ছিল। নিহতদের লাশ মূলত ওই ভবনেরই বিভিন্ন তলা থেকে উদ্ধার করা হয়। ভবনটি চার তলা হলেও ছাদে টিনশেড দিয়ে আরও একটা তলা করা হয়। এ ভবন এবং রাসায়নিকের গুদামে কোনো অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না। ভবন বা গুদাম কোনোটিরই ফায়ার সেফটি প্ল্যান বা লাইসেন্স ছিল না। ভবনের ওপরের দুই তলায় তালা লাগানো থাকায় আগুনের সময় অনেকেই বের হতে পারেননি। অসহায় মৃত্যুর সংখ্যা বেড়েছে। গুদামের রাসায়নিক বিস্ফোরণে যে ধোঁয়া ও গ্যাস বেরোয় তা ছিল প্রাণঘাতী পর্যায়ের বিষাক্ত। এর আগে পুরান ঢাকার নিমতলী, চকবাজার, বেইলি রোডের রেস্তোরাঁ, তাজরীন গার্মেন্টের আগুন অনেক তাজা প্রাণ নিভিয়ে দিয়েছে। অসংখ্য পরিবার-পরিজন সারা জীবন স্বজন হারানো শোকের আগুনে পুড়ছেন। কিন্তু তাতে টনক নড়ছে না অবৈধ গুদাম, ভবন, শিল্পকারখানা মালিকদের। না কঠোর প্রতিরোধব্যবস্থা নিচ্ছে প্রশাসন। স্থায়ী কোনো সমাধান হচ্ছে না। নিহত হতভাগ্যদের প্রতি গভীর শ্রদ্ধা এবং তাদের স্বজনদের প্রতি সহানুভূতি জানিয়ে আহতদের যন্ত্রণা লাঘব ও দ্রুত আরোগ্য কামনা আমাদের। অবৈধ গুদাম ও ভবন মালিকদের বিরুদ্ধে কঠোর দণ্ড ও উপযুক্ত ক্ষতিপূরণের বাধ্যতা আরোপ করা হোক। জবাবদিহি করা হোক তদারকি বিভাগের কর্মচারীদেরও। এতগুলো মানুষের প্রাণহানির দায় তারা কেউই এড়িয়ে যেতে পারেন না।
শিরোনাম
- ৩০০ আসনে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ দিয়ে ইসির প্রজ্ঞাপন
- মগবাজার, মৌচাক ও মোহাম্মদপুরে ককটেল বিস্ফোরণ
- মেডিকেল ভর্তি পরীক্ষা আজ, কেন্দ্রের গেট বন্ধ হবে সাড়ে ৯টায়
- খালেদা জিয়ার চিকিৎসার সর্বশেষ অবস্থা জানাল মেডিকেল বোর্ড
- আমরা এখনো সিরিয়াস না হলে দেশের অস্তিত্ব হুমকির সম্মুখীন হবে: তারেক রহমান
- যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বিএনপির বৈঠক পেছাল
- মাদকের টাকার জন্য নিজের ঘরে আগুন দিল যুবক
- তানজানিয়ায় নির্বাচনী সহিংসতা, দুই হাজারের বেশি নিহত
- লালবাগে ছুরিকাঘাতে যুবক খুন
- এশিয়া কাপের হ্যাটট্রিক শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদী হাকিম
- মাদারীপুরে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
- জবিতে তিন দফা দাবিতে ভিসি ভবন ঘেরাওয়ের হুশিয়ারি
- তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে খেলাফত মজলিস
- সিরিয়ার সঙ্গে যুদ্ধ অনিবার্য: ইসরায়েলি মন্ত্রী
- ভেনেজুয়েলার ন্যাশনাল গার্ড মানবতাবিরোধী অপরাধ করেছে: জাতিসংঘ
- জাতি একটি ভালো নির্বাচনের অপেক্ষায় আছে: দুলু
- রেকর্ড ৯০১ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা ব্যয় বিল পাস যুক্তরাষ্ট্রের
- মাইজভাণ্ডারী যুব ফোরামের উদ্যোগে ‘ক্যারিয়ার গাইডেন্স’ সেমিনার
- লালমনিরহাটে জন্মান্ধ হাফেজার পাশে বিএনপি নেতা দুলু
- চীন-ভারতসহ কয়েকটি দেশের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্কারোপ মেক্সিকোর