রাজধানীর বেশির ভাগ সড়ক ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। সড়ক সংস্কারের কাজ শুরুর আগেই বরাদ্দ অর্থের ২০ থেকে ৩০ শতাংশ ভাগবাঁটোয়ারা হয়ে যাওয়ায় টেকসই সড়ক মেরামতের কোনো দায় থাকে না ঠিকাদারের। রাজধানীর অভিজাত এলাকা বারিধারার ১০০ ফুট বা মাদানী অ্যাভিনিউয়ের এবড়োখেবড়ো অবস্থাকে অন্তর্বর্তীকালীন অব্যবস্থার প্রতীক বলে ভাবছেন এ সড়কে চলাচলকারী যানবাহনের চালক ও যাত্রীরা। ধলপুর কমিউনিটি সেন্টার থেকে মানিকনগর বাজার সড়কজুড়ে অসংখ্য খানাখন্দ। এ সড়কে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। গর্তে রিকশা উল্টে যাওয়া প্রায় প্রতিদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। আর সিটি করপোরেশন আদর্শ উচ্চবিদ্যালয় থেকে মানিকনগর বাজার পর্যন্ত সড়কটির এক পাশজুড়ে কেটে রাখা হয়েছে, অন্য পাশেও রয়েছে অসংখ্য গর্ত। একই অবস্থা হাতিরঝিল থেকে কুনিপাড়া সড়কটির। বিশেষ করে চীনা ফ্যাক্টরি মোড় থেকে তেজগাঁও প্রধান সড়ক পর্যন্ত ব্যবহারের অযোগ্য। পুরো হাতিরঝিলের বিভিন্ন স্থানে ছোটবড় গর্ত। রাজধানীর খিলগাঁও উড়ালসড়কের মুখ থেকে শুরু করে নন্দীপাড়া ব্রিজ পর্যন্ত সড়কটিরও একই পরিণতি। সিপাহীবাগ বাজার থেকে রামপুরা পর্যন্ত সড়কটি বৃষ্টি হলেই চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। দয়াগঞ্জ মোড় থেকে জুরাইন রেলগেট পর্যন্ত গেন্ডারিয়া নতুন সড়কটি ছোটবড় গর্তে ভর্তি। সামান্য বৃষ্টি হলেই তলিয়ে যায় পানির নিচে। মুগদা মেডিকেল কলেজের সামনের অতীশ দীপঙ্কর সড়কটি তিন বছরের বেশি সময় ধরে ভোগাচ্ছে মানুষকে। রাজধানীর অন্য সড়কগুলোর অবস্থাও শোচনীয়। দেখেশুনে মনে হয় রাজধানীতে কোনো সিটি করপোরেশন নেই। সরকার আছে কি না, সে সংশয়ও দানা বেঁধে ওঠা স্বাভাবিক। প্রশাসনের প্রাণকেন্দ্রে কর্তাব্যক্তিদের চোখের সামনে সড়কগুলো যে বেহাল, তাতে রাজধানীর বাইরের চিত্র কী-তা সহজেই অনুমেয়। ঢাকাসহ দেশের সব সড়ক দেশবাসীর ট্যাক্সের টাকায় তৈরি। এগুলো দেখভালের জন্য যাদের পোষা হয়, তারাও সাধারণ মানুষের টাকায় বেতনভাতা পান। কিন্তু তাদের প্রতি কোনো দায় না থাকায় জনভোগান্তি বাড়ছে। এ অবস্থার অবসান হওয়া দরকার।
শিরোনাম
- ৩০০ আসনে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ দিয়ে ইসির প্রজ্ঞাপন
- মগবাজার, মৌচাক ও মোহাম্মদপুরে ককটেল বিস্ফোরণ
- মেডিকেল ভর্তি পরীক্ষা আজ, কেন্দ্রের গেট বন্ধ হবে সাড়ে ৯টায়
- খালেদা জিয়ার চিকিৎসার সর্বশেষ অবস্থা জানাল মেডিকেল বোর্ড
- আমরা এখনো সিরিয়াস না হলে দেশের অস্তিত্ব হুমকির সম্মুখীন হবে: তারেক রহমান
- যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বিএনপির বৈঠক পেছাল
- মাদকের টাকার জন্য নিজের ঘরে আগুন দিল যুবক
- তানজানিয়ায় নির্বাচনী সহিংসতা, দুই হাজারের বেশি নিহত
- লালবাগে ছুরিকাঘাতে যুবক খুন
- এশিয়া কাপের হ্যাটট্রিক শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদী হাকিম
- মাদারীপুরে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
- জবিতে তিন দফা দাবিতে ভিসি ভবন ঘেরাওয়ের হুশিয়ারি
- তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে খেলাফত মজলিস
- সিরিয়ার সঙ্গে যুদ্ধ অনিবার্য: ইসরায়েলি মন্ত্রী
- ভেনেজুয়েলার ন্যাশনাল গার্ড মানবতাবিরোধী অপরাধ করেছে: জাতিসংঘ
- জাতি একটি ভালো নির্বাচনের অপেক্ষায় আছে: দুলু
- রেকর্ড ৯০১ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা ব্যয় বিল পাস যুক্তরাষ্ট্রের
- মাইজভাণ্ডারী যুব ফোরামের উদ্যোগে ‘ক্যারিয়ার গাইডেন্স’ সেমিনার
- লালমনিরহাটে জন্মান্ধ হাফেজার পাশে বিএনপি নেতা দুলু
- চীন-ভারতসহ কয়েকটি দেশের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্কারোপ মেক্সিকোর