বিলম্বিত বিচার মানে ন্যায়বিচার না হওয়া। কিন্তু দেশে নানা কারণে বিচারে দীর্ঘসূত্রতা বিচারবঞ্চনার অনিবার্য উপসর্গে পরিণত হয়েছে। উল্লেখ করা যায় সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার কথা। ২০১২ সালের ফেব্রুয়ারিতে ঘটা এ হক্যাকাণ্ডের বিচার আজও সম্পন্ন হয়নি। বিচারের বাণী নীরবে-নিভৃতে কাঁদছে। একই পরিণতি ঘটতে চলেছে জুলাই যোদ্ধাদের অনেকের ক্ষেত্রে। নতুন বাংলাদেশেও অবস্থার পরিবর্তন হয়নি। সারা দেশে অসংখ্য মামলার মূল তদন্ত ঝুলে আছে ময়নাতদন্ত রিপোর্ট না পাওয়ায়। গতকাল এই পত্রিকার এক প্রতিবেদনে তুলে ধরা হয়েছে তেমনই কিছু তথ্য। পোস্টমর্টেম রিপোর্টের জন্য শুধু রাজধানীর থানাগুলোতেই হাজারো মামলার তদন্ত থমকে আছে। মাসের পর মাস, এমনকি বছর পেরিয়ে গেলেও অপরাধ প্রমাণের এ অপরিহার্য রিপোর্ট পাওয়া যাচ্ছে না। এ দীর্ঘসূত্রতায় একদিকে তদন্তে বিঘ্ন ঘটছে, অন্যদিকে সৃষ্টি হচ্ছে মামলাজট। ন্যায়বিচার বিলম্বিত ও অনিশ্চিত হয়ে পড়ছে। ডিএমপি থেকে ময়নাতদন্তকারী প্রতিষ্ঠানগুলোকে যথেষ্ট তাগাদা দিয়েও অনেক সময় কাজ হচ্ছে না। বৈষম্যবিরোধী আন্দোলন এবং ছাত্র-জনতার গণ অভ্যুত্থান চলাকালে হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে রাজধানীর ৫০ থানায় ৭৩৮টি মামলা হয়েছে। হত্যা মামলা ৪৫৬টি। এর মধ্যে ১৩১টি হত্যা মামলার তদন্ত করছে তিনটি সংস্থা। এগুলোর মধ্যে মাত্র একটির চার্জশিট দেওয়া হয়েছে। ৩২৪ মামলার তদন্ত করছে ডিএমপি। ৬৭ জন শহীদের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। সাতটি লাশের ময়নাতদন্ত রিপোর্টই এখনো পায়নি ডিএমপি। স্বৈরাচার পতনের ১৪ মাস পরও এ অবস্থা! ময়নাতদন্তে অপমৃত্যু যদি হত্যাকাণ্ড প্রমাণিত হয়, মামলার মোড়ই ঘুরে যায়। তখন পুলিশ আসামি ধরতে কাজ শুরু করে। কিন্তু সেই পোস্টমর্টেম রিপোর্টই যদি দেরিতে আসে, আসামি অধরা থেকে যাওয়ার সুযোগ তৈরি হয়। সূত্র বলছে, ডিএমপির আট বিভাগে ময়নাতদন্ত রিপোর্ট না পাওয়ায় প্রায় ১ হাজার ২০০ মামলা ঝুলে আছে। কোথায় তাদের সীমাবদ্ধতা বা অসহায়ত্ব, চিহ্নিত করে সমাধানে সচেষ্ট হওয়ার প্রাথমিক কর্তব্য তাদেরই। মামলার অপরাধ প্রমাণে ময়নাতদন্ত রিপোর্ট ও মেডিকেল সার্টিফিকেট অপরিহার্য। এগুলো পেতে দেরি হলে আদালতে প্রতিবেদন দিতেও দেরি হয়। বিলম্বিত হয় বিচার। কেন এসব হচ্ছে, চিহ্নিত করে সমাধানের পদক্ষেপ নেওয়া কর্তৃপক্ষের দায়িত্ব। এ ক্ষেত্রে ময়নাতদন্ত, মেডিকেল রিপোর্ট ইত্যাদি ক্ষেত্রে সক্ষমতা উন্নয়নে প্রয়োজনীয় প্রযুক্তি ও জনবল বৃদ্ধি জরুরি।
শিরোনাম
- ৩০০ আসনে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ দিয়ে ইসির প্রজ্ঞাপন
- মগবাজার, মৌচাক ও মোহাম্মদপুরে ককটেল বিস্ফোরণ
- মেডিকেল ভর্তি পরীক্ষা আজ, কেন্দ্রের গেট বন্ধ হবে সাড়ে ৯টায়
- খালেদা জিয়ার চিকিৎসার সর্বশেষ অবস্থা জানাল মেডিকেল বোর্ড
- আমরা এখনো সিরিয়াস না হলে দেশের অস্তিত্ব হুমকির সম্মুখীন হবে: তারেক রহমান
- যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বিএনপির বৈঠক পেছাল
- মাদকের টাকার জন্য নিজের ঘরে আগুন দিল যুবক
- তানজানিয়ায় নির্বাচনী সহিংসতা, দুই হাজারের বেশি নিহত
- লালবাগে ছুরিকাঘাতে যুবক খুন
- এশিয়া কাপের হ্যাটট্রিক শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদী হাকিম
- মাদারীপুরে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
- জবিতে তিন দফা দাবিতে ভিসি ভবন ঘেরাওয়ের হুশিয়ারি
- তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে খেলাফত মজলিস
- সিরিয়ার সঙ্গে যুদ্ধ অনিবার্য: ইসরায়েলি মন্ত্রী
- ভেনেজুয়েলার ন্যাশনাল গার্ড মানবতাবিরোধী অপরাধ করেছে: জাতিসংঘ
- জাতি একটি ভালো নির্বাচনের অপেক্ষায় আছে: দুলু
- রেকর্ড ৯০১ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা ব্যয় বিল পাস যুক্তরাষ্ট্রের
- মাইজভাণ্ডারী যুব ফোরামের উদ্যোগে ‘ক্যারিয়ার গাইডেন্স’ সেমিনার
- লালমনিরহাটে জন্মান্ধ হাফেজার পাশে বিএনপি নেতা দুলু
- চীন-ভারতসহ কয়েকটি দেশের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্কারোপ মেক্সিকোর