সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার দুঃসহ দুর্ভোগের সঙ্গে হাড়ে হাড়ে পরিচিত রাজধানীবাসী। তার সঙ্গে ‘বোঝার ওপর শাকের আঁটি’র মতো উপরি যন্ত্রণা জলজটে সৃষ্ট যানজট। শিক্ষার্থী, অফিসগামীসহ সব পেশাজীবীকে এ শাস্তি ভোগ করতে হয় নিরুপায়ভাবে। কিন্তু এর জন্য প্রকৃতিকে দোষারোপ করার সামান্য সুযোগও নেই। কারণ এ আমাদেরই কৃতকর্মের ফল। অপরিকল্পিত নগরায়ণ, খালবিল-নদী ভরাট, জলাধার ধ্বংস করে বৃষ্টির পানি ধারণ বা অপসারণ-প্রবাহের পথ বন্ধ করা হয়েছে। অধিকন্তু গণ অভ্যুত্থানের পর বছরব্যাপী ঢাকার দুই সিটি করপোরেশন কার্যত অভিভাবকশূন্য। ফলে এতিমের যে দুর্গতি হয়! নালা-নর্দমা, পয়ঃপ্রণালিগুলোর সময়মতো যথাযথ সংরক্ষণ, সংস্কার ও জমে যাওয়া বর্জ্য অপসারণ হয়নি। নগরবাসীর দায়িত্বহীনতাও এ ক্ষেত্রে ‘সেরের ওপর সোয়াসেরি বাটখারা’ চাপিয়েছে। তাদের যথেচ্ছ পলিথিন ব্যবহার এবং দায়িত্বহীনভাবে সেখানে-সেখানে ফেলায়, অনেক স্থানে সেগুলো পয়ঃপ্রবাহের পথ বন্ধ করে দিচ্ছে। রাজধানীর পাড়া-মহল্লার ভালোমন্দ দেখভালে জনপ্রতিনিধিদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। তারাও নেই। কাউন্সিলরদের অনুপস্থিতিতে প্রশাসকরা কিছু অতি আবশ্যক দাপ্তরিক দায়িত্ব সামলাচ্ছেন। জনসাধারণের সঙ্গে তাদের না আছে সম্পৃক্ততা, না জবাবদিহি। মোটাদাগে এসবই এবার রাজধানীবাসীর অধিক মাত্রায় জলাবদ্ধতা সমস্যার সম্মুখীন হওয়ার কারণ। দেখা গেছে গত কয়েক বছর ভারী বৃষ্টিতেও যেখানে পানি জমেনি, এবার সামান্যতেই সেখানে হাঁটু বা কোমরসম পানি। কাগজকলমে দুই সিটি করপোরেশনের বিরাট পরিকল্পনা আছে, বিপুল বরাদ্দ-ব্যয় এবং বিস্তর জনবল আছে। কিন্তু সেসবই অর্থহীন হয়ে যাচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টিতে। ভয়াবহ পরিস্থিতির শিকার হয়ে নাকাল মহানগরবাসী। তাহলে এর প্রতিকার কী? অবিলম্বে ছোট-বড় সব নালা-নর্দমা পরিষ্কার করে পর্যাপ্ত পয়োনিষ্কাশনের ব্যবস্থা করা সবচেয়ে জরুরি। এ কাজে দায়িত্বপ্রাপ্ত, নিয়োজিতদের ওপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিবিড় তদারকি এবং কঠোর জবাবদিহি চাই। এ ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া চলবে না। নগরবাসীকেও নিজের ভালোটা বুঝতে হবে। এসব কিছুর সমন্বয় না হলে জলাবদ্ধতার দুর্ভোগ থেকে ঢাকাবাসীর মুক্তি দুরাশাই থেকে যাবে।
শিরোনাম
- ৩০০ আসনে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ দিয়ে ইসির প্রজ্ঞাপন
- মগবাজার, মৌচাক ও মোহাম্মদপুরে ককটেল বিস্ফোরণ
- মেডিকেল ভর্তি পরীক্ষা আজ, কেন্দ্রের গেট বন্ধ হবে সাড়ে ৯টায়
- খালেদা জিয়ার চিকিৎসার সর্বশেষ অবস্থা জানাল মেডিকেল বোর্ড
- আমরা এখনো সিরিয়াস না হলে দেশের অস্তিত্ব হুমকির সম্মুখীন হবে: তারেক রহমান
- যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বিএনপির বৈঠক পেছাল
- মাদকের টাকার জন্য নিজের ঘরে আগুন দিল যুবক
- তানজানিয়ায় নির্বাচনী সহিংসতা, দুই হাজারের বেশি নিহত
- লালবাগে ছুরিকাঘাতে যুবক খুন
- এশিয়া কাপের হ্যাটট্রিক শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদী হাকিম
- মাদারীপুরে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
- জবিতে তিন দফা দাবিতে ভিসি ভবন ঘেরাওয়ের হুশিয়ারি
- তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে খেলাফত মজলিস
- সিরিয়ার সঙ্গে যুদ্ধ অনিবার্য: ইসরায়েলি মন্ত্রী
- ভেনেজুয়েলার ন্যাশনাল গার্ড মানবতাবিরোধী অপরাধ করেছে: জাতিসংঘ
- জাতি একটি ভালো নির্বাচনের অপেক্ষায় আছে: দুলু
- রেকর্ড ৯০১ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা ব্যয় বিল পাস যুক্তরাষ্ট্রের
- মাইজভাণ্ডারী যুব ফোরামের উদ্যোগে ‘ক্যারিয়ার গাইডেন্স’ সেমিনার
- লালমনিরহাটে জন্মান্ধ হাফেজার পাশে বিএনপি নেতা দুলু
- চীন-ভারতসহ কয়েকটি দেশের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্কারোপ মেক্সিকোর