চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় আবুল কালাম (৪৫) নামের এক প্রতিবন্ধী ব্যক্তির মৃত্যু হয়েছে।
সোমবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে, রবিবার সকালে লোহাগাড়া এলাকায় সড়ক পার হওয়ার সময় তিনি দুর্ঘটনায় আহত হন। নিহত আবুল কালাম লোহাগাড়া উপজেলার চুনতি এলাকার বাসিন্দা ছিলেন।
চুনতি ইউনিয়ন পরিষদের সদস্য মনিরুল মাবুদ জানান, আবুল কালাম কিছুটা বাক্ ও মানসিক প্রতিবন্ধী ছিলেন। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে চুনতি ইউনিয়ন পরিষদের সামনে সড়ক পার হওয়ার সময় একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
তিনি আরও জানান, স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে লোহাগাড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল সাড়ে ৬টায় তিনি মারা যান।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ