পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগসহ ৮ দাবিতে পরীক্ষা ও ক্লাস বর্জন কর্মসূচি পালন করেছে রাঙামাটির কৃষি ডিপ্লোমার শিক্ষার্থীরা।
বুধবার দিনব্যাপী পরীক্ষা ও ক্লাস বর্জন কর্মসূচি পালন করা হয়। সকা শিক্ষার্থীরা ব্যানার ও ফেস্টুন নিয়ে ক্যাম্পাসে একটি বিক্ষোভ মিছিল বের করেন। পরে ইনস্টিটিউটের প্রধান ফটকে শিক্ষার্থীরা অবস্থান নেয়।
এ সময় বাংলাদেশে কৃষি ডিপ্লোমা ছাত্র পরিষদের সভাপতি মুসা প্রধান হামজা ৮ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে, ডিপ্লোমা কৃষিবিদদের পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ, উপসহকারী কৃষি কর্মকর্তাকে দ্বিতীয় শ্রেণির কর্মচারী করে প্রজ্ঞাপন জারি।
এ ছাড়া কৃষি ডিপ্লোমা শিক্ষাকে সম্পূর্ণভাবে কৃষি মন্ত্রণালয়ের আলাদা প্রতিষ্ঠান ও সব কৃষি গবেষণা প্রতিষ্ঠানে সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা পদটি শুধু ডিপ্লোমা কৃষিবিদদের জন্য সংরক্ষণের দাবি করা হয়।
কর্মসূচিতে রাঙামাটির কৃষি ডিপ্লোমার শিক্ষার্থী সম্রাট তালুকদার, ফয়সাল বিন ফারুক, রাকিবুজ্জামান উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/এমই