মহাকাশ থেকে পৃথিবীর দক্ষিণ মেরুর আকাশে নাচতে থাকা আলোর অপূর্ব দৃশ্য শেয়ার করেছেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশন–আইএসএসে থাকা নাসার মহাকাশচারী জনি কিম। অরোরা অস্ট্রালিস বা দক্ষিণ আলোকচ্ছটা নামে পরিচিত এই আলো মহাকাশের অন্ধকার পটভূমিতে হীরের মতো ঝিলমিল করা তারার মাঝে আরও মায়াবী দেখায়।
ভিডিওটি আইএসএসের অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজেও প্রকাশ করা হয়েছে। তবে এটি ঠিক কবে ধারণ করা হয়েছে, তা উল্লেখ করা হয়নি।
দক্ষিণ আলোকচ্ছটার এই রঙিন আলো মূলত সূর্যের প্রবল বায়ুপ্রবাহে থাকা চার্জযুক্ত কণার কারণে তৈরি হয়। সূর্য থেকে আসা এসব কণা (ইলেকট্রন ও প্রোটন) পৃথিবীর চৌম্বকক্ষেত্র ও বায়ুমণ্ডলের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। তখন উপরের স্তরের অক্সিজেন ও নাইট্রোজেন পরমাণু উত্তেজিত হয়ে আলো ছড়িয়ে দেয়। কোন উচ্চতায় সংঘর্ষ হচ্ছে এবং কণার শক্তি কত—তার ওপর নির্ভর করে আলোর রঙ পরিবর্তিত হয়। সাধারণত সবুজ, লাল, বেগুনি বা নীল রঙ দেখা যায়।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওশানিক অ্যান্ড অ্যাটমসফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন—নোয়াস্পেস ওয়েদার প্রিডিকশন সেন্টারের তথ্য অনুযায়ী, সূর্যের একটি ‘করোনাল হোল’ (সূর্যের পৃষ্ঠে এমন অঞ্চল যেখান দিয়ে দ্রুতগতির সৌরবায়ু বের হয়) থেকে আসা উচ্চগতির কণার কারণে পৃথিবীর চৌম্বকীয় সক্রিয়তা বেড়েছে। এর ফলে যুক্তরাষ্ট্রের কিছু এলাকাতেও উত্তর আলোকচ্ছটা বা অরোরা বোরিয়ালিস দেখা যেতে পারে।
ভিডিওটি সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই লিখেছেন, এ দৃশ্য আমাদের পৃথিবীর সৌন্দর্য ও নাজুকতা দুটোই মনে করিয়ে দেয়। অনেকে অভিভূত হয়ে বলেছেন, প্রকৃতি সত্যিই বিস্ময়কর।
বিশ্বজুড়ে আকাশপথে এই মনোমুগ্ধকর আলোর খেলা সাধারণত মেরু-অঞ্চলে দেখা গেলেও মহাকাশ থেকে এর রূপ আরও অনন্য ও শ্বাসরুদ্ধকর।
বিডিপ্রতিদিন/কবিরুল