নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নোয়াগাঁও ইউনিয়নের গৌরবরদী গ্রামের ইউনুস আলীর ছেলে রমজান আলী। তিনি আধুনিক কৃষির সফল উদাহরণ তৈরি করেছেন। বাবা কৃষক হওয়ায় ছোটবেলা থেকেই কৃষিতে তাঁর মন ছিল। বিএসএস শেষে চাকরির পেছনে সময় নষ্ট না করে ২০০৯ সাল থেকে কৃষিকাজ করছেন। ২০১৪ সালে ঢাকা বিভাগের প্রথম মালচিং পদ্ধতিতে চাষ শুরু করেন তিনি। টম্যাটো ও চিচিঙ্গা চাষের মাধ্যমে তাঁর এ পদ্ধতির যাত্রা হয়। এরপর দেশিবিদেশি সবজি ও ফল চাষে আগ্রহী হন। বর্তমানে উন্নত প্রযুক্তি ও উচ্চফলনশীল বীজ ব্যবহার করে তিনি আবহাওয়া ও বাজার দর অনুযায়ী আধুনিক চাষে ফসল উৎপাদন করছেন। এ বছর গ্রীষ্মকালীন ফল বিভিন্ন প্রজাতির তরমুজ উৎপাদনে ব্যস্ত সময় পার করছেন রমজান আলী। ৫.৫ বিঘা জমিতে মাচা ব্যবহার করে কালাচান ও তৃপ্তি জাতের তরমুজ চাষ করছেন। হলুদ ও কালো রঙের তরমুজ থোকায় ঝুলছে। ১০ থেকে ১৫ দিনের মধ্যে এসব তরমুজ বাজারে আসবে। পাশাপাশি পুকুরপাড়ে করলা ও লাউ চাষ করেছেন। স্থানীয় কৃষকের জন্য অনুপ্রেরণার উৎস তিনি। রমজান আলী বলেন, ‘আমি এসএসসি পরীক্ষার আগে থেকেই কৃষিতে আগ্রহী ছিলাম। চ্যালেঞ্জ নিতে ভালো লাগে। গতানুগতিক পদ্ধতি ছাড়িয়ে আধুনিক চাষ শুরু করেছি। উন্নত বীজ বপন করে ফসল উৎপাদন করি। ইউটিউব ও কৃষি অফিসের পরামর্শে সফলতা পেয়েছি।’ শীতকালীন টম্যাটো, ফুলকপি, স্কোয়াশ, শসা, বেগুন, লাউসহ বিভিন্ন সবজি উৎপাদন করছি। বর্ষাকালে তরমুজ, করলা ও লাউ উৎপাদন করে থাকি। উৎপাদিত ফসল যাত্রাবাড়ী, গাউছিয়া কাঁচাবাজার ও ফলের আড়তে বিক্রি করছেন বলেও জানান তিনি। তিনি বলেন, ‘চাকরি বা প্রবাসে যাওয়ার চিন্তা না করে কৃষিতে নিয়োজিত হয়েছি। আধুনিক কৃষি থেকে মাসে গড়ে ৫০ হাজার টাকা আয় করি। অল্প বিনিয়োগে দ্বিগুণ লাভ সম্ভব।’ ঢাকা বিভাগের মালচিং চাষে প্রথম চাষি বলে দাবি করেন রমজান আলী। তার উদাহরণ দেখে স্থানীয় ও অন্যান্য এলাকার কৃষক এ পদ্ধতিতে আগ্রহী হয়ে উঠেছেন। সোনারগাঁ উপজেলা কৃষি বিভাগ জানায়, তরমুজ একটি লাভজনক ফসল। অল্প সময়ে কম খরচে বেশি লাভ সম্ভব। প্রতি বিঘায় ৩০ থেকে ৩৫ হাজার টাকা খরচে দুই মাসে লাখ টাকার ওপরে আয় করা সম্ভব। মাঠ পর্যায়ের উপসহকারী কৃষি কর্মকর্তা নিয়মিত রমজান আলীকে পরামর্শ ও সহযোগিতা দেন। উপসহকারী কৃষি কর্মকর্তা সাদিয়া সুলতানা বলেন, ‘রমজান আলী তরমুজ চাষে চাষিদের জন্য অনুকরণীয়। তাঁর দেখানো পথে চাষ করলে লাভবান হবেন। আমরা সার, বীজ, কীটনাশকসহ পরামর্শ দিচ্ছি।’ উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ তারেক বলেন, ‘রমজান আলীর উদ্যোগ আমাদের কৃষির নতুন সম্ভাবনা দেখাচ্ছে। বর্ষাকালে মাচায় তরমুজ চাষ উদ্ভাবনী। অনাবাদি বা জলাবদ্ধ জমি ব্যবহার করা যায়। স্থানীয় বাজারে চাহিদা বেশি, ফলে দাম ভালো পাওয়া যাচ্ছে।’
শিরোনাম
- গণভোটের বিষয়ে ইসির প্রজ্ঞাপন
- ৩০০ আসনে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ দিয়ে ইসির প্রজ্ঞাপন
- মগবাজার, মৌচাক ও মোহাম্মদপুরে ককটেল বিস্ফোরণ
- মেডিকেল ভর্তি পরীক্ষা আজ, কেন্দ্রের গেট বন্ধ হবে সাড়ে ৯টায়
- খালেদা জিয়ার চিকিৎসার সর্বশেষ অবস্থা জানাল মেডিকেল বোর্ড
- আমরা এখনো সিরিয়াস না হলে দেশের অস্তিত্ব হুমকির সম্মুখীন হবে: তারেক রহমান
- যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বিএনপির বৈঠক পেছাল
- মাদকের টাকার জন্য নিজের ঘরে আগুন দিল যুবক
- তানজানিয়ায় নির্বাচনী সহিংসতা, দুই হাজারের বেশি নিহত
- লালবাগে ছুরিকাঘাতে যুবক খুন
- এশিয়া কাপের হ্যাটট্রিক শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদী হাকিম
- মাদারীপুরে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
- জবিতে তিন দফা দাবিতে ভিসি ভবন ঘেরাওয়ের হুশিয়ারি
- তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে খেলাফত মজলিস
- সিরিয়ার সঙ্গে যুদ্ধ অনিবার্য: ইসরায়েলি মন্ত্রী
- ভেনেজুয়েলার ন্যাশনাল গার্ড মানবতাবিরোধী অপরাধ করেছে: জাতিসংঘ
- জাতি একটি ভালো নির্বাচনের অপেক্ষায় আছে: দুলু
- রেকর্ড ৯০১ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা ব্যয় বিল পাস যুক্তরাষ্ট্রের
- মাইজভাণ্ডারী যুব ফোরামের উদ্যোগে ‘ক্যারিয়ার গাইডেন্স’ সেমিনার
- লালমনিরহাটে জন্মান্ধ হাফেজার পাশে বিএনপি নেতা দুলু