কানাডার টরন্টোর চাইনিজ কালচারাল সেন্টারে অনুষ্ঠিত হয়েছে 'মোমেন্টস উইথ রেজওয়ানা চৌধুরী বন্যা' শিরোনামে সংগীত সন্ধ্যা ও রবীন্দ্রনাথের নৃত্যনাট্য শ্যামা। দীর্ঘদিন পর প্রবাসীরা শীতের আমেজ কাটিয়ে উপভোগ করেছেন রেজওয়ানা চৌধুরী বন্যার সুরেলা কণ্ঠে রবীন্দ্রসংগীত। শিল্পী দুই ঘণ্টার বেশি টরন্টো'র দর্শক-শ্রোতাদের সুরের সাগরে আবিষ্ট করে রাখেন।
স্থানীয় তাপস-নাহিদ ডান্স একাডেমি অনুষ্ঠানটি আয়োজন করে। নৃত্যগুরু লায়লা হাসান "মোমেন্টস উইথ রেজওয়ানা চৌধুরী বন্যা" শিরোনামে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণার পর নৃত্যনাট্য শ্যামা উপস্থাপন করে আয়োজক সংগঠন। স্থানীয় বাংলাদেশি বংশোদ্ভূত এমপিপি ডলি বেগম ও স্থানীয় জনপ্রতিনিধিগণও উপস্থিত ছিলেন। অনষ্ঠানটির শিল্প নির্দেশনায় ছিলেন নাট্যজন সেলিম এস এইচ চৌধুরী।
আয়োজকরা জানিয়েছে, রবীন্দ্রনাথের সাহিত্যকর্ম আজও বাঙালি জীবনের নানা দিককে জড়িয়ে রাখে। প্রবাসে নতুন প্রজন্মের মাঝে দেশীয় শিল্প, সাহিত্য ও সংস্কৃতির চর্চা অব্যাহত রাখতে এই আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/এএম