তিন দফা দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় সাড়ে ৩ লাখ সহকারী শিক্ষকের ‘লাগাতার’ কর্মবিরতি চলছে। ২৭ নভেম্বর থেকে এ কর্মসূচি পালন করছেন তারা। বার্ষিক পরীক্ষা সামনে রেখে এবার তারা সরকারকে নতুন আলটিমেটাম দিয়েছেন। ঘোষণা অনুযায়ী আজকের মধ্যে তাদের দাবি না মানা হলে আগামীকাল থেকে শুরু হতে যাওয়া প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা বর্জন করবেন।
প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়েছে। পরিষদের অন্যতম আহ্বায়ক মু. মাহবুবর রহমান গতকাল এ তথ্য নিশ্চিত করেন।
গতকাল সন্ধ্যায় মাহবুবর রহমান সংবাদ মাধ্যমে বলেন, ‘বার্ষিক পরীক্ষা আসন্ন। তার আগে রবিবার (আজ) যদি সরকার আমাদের দাবি না মানে, তাহলে সোমবার (কাল) থেকে শুরু হতে যাওয়া বার্ষিক পরীক্ষা বর্জন করব আমরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে।’ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্র জানায়, সারা দেশে বর্তমানে ৬৫ হাজার ৫৬৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এসব বিদ্যালয়ে ৩ লাখ ৮৪ হাজারের বেশি শিক্ষক কর্মরত। তাদের মধ্যে বেশির ভাগই সহকারী শিক্ষক।
প্রাথমিকের প্রধান শিক্ষকরা বর্তমানে দশম গ্রেডে উন্নীত হয়েছেন। সহকারী শিক্ষকরা ১৩তম গ্রেডে বেতনভাতা পাচ্ছেন। তারা এ নিয়ে অসন্তুষ্ট। গ্রেড উন্নীতকরণের দাবিতে দীর্ঘদিন আন্দোলন করে আসছেন তারা।