মাত্র চার ঘণ্টার পরিচয়ের পর বিয়ের সিদ্ধান্ত এবং তার এক মাসের মধ্যেই ভয়াবহ প্রতারণা-এই ঘটনা এখন আলোড়ন তুলেছে চীনের সামাজিক মাধ্যমে।
দেশটির হুনান প্রদেশের হেংইয়াং শহরের ৪০ বছর বয়সী হুয়াং ঝংচেং অভিযোগ করেছেন, তার স্ত্রী এক মাসের মধ্যেই উধাও করে ফেলেছেন ২ লাখ ৪০ হাজার ইউয়ান, টাকার হিসাবে যা প্রায় ৪০ লাখ টাকার সমান।
জানা যায়, চলতি বছরের ২১ আগস্ট একটি ব্লাইন্ড ডেটে যান হুয়াং। সেখানে তার সঙ্গে দেখা করার কথা ছিল এক ম্যাচমেকারের, কিন্তু ঘটনাস্থলে গিয়ে তিনি দেখেন- মোট নয়জন একসঙ্গে হাজির। সকলেই তাকে একই নারীর সঙ্গে পরিচয় করিয়ে দেন। মাত্র চার ঘণ্টার আলাপে সেদিনই বিবাহনিবন্ধন সম্পন্ন হয়।
বিয়ের রাতে হোটেলে থাকলেও এরপর স্ত্রী ধীরে ধীরে শারীরিক ও মানসিক দূরত্ব তৈরি করেন বলে অভিযোগ করেন হুয়াং ঝংচেং। বিয়ের দু’দিনের মধ্যেই হুয়াংকে গুয়াংডং প্রদেশে কাজে যেতে বলেন এবং সেখান থেকে নিয়মিত টাকা পাঠাতে অনুরোধ করেন। কখনো কখনো উৎসব, কখনো অসুস্থতার অজুহাতে একের পর এক অর্থ দাবি করা হয়।
মাত্র ১৮ দিনের মধ্যে হুয়াংয়ের সমস্ত সঞ্চয় শেষ হয়ে যায়। পরে স্ত্রী যোগাযোগ বন্ধ করে দেন এবং তার অবস্থান অজানা হয়ে যায়। হুয়াং এখন আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। স্থানীয় সংবাদমাধ্যমের মতে- এটি সংগঠিত বিয়েভিত্তিক প্রতারণার মামলা হতে পারে।
তথ্য সূত্র- সাউথ চায়না মর্নিং পোস্ট।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ