জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গায়িকা দিলশাদ নাহার কনা। শিগগিরই কনার গাওয়া একটি হলুদের গান আসতে যাচ্ছে। ইতোমধ্যে গান এবং ভিডিও নির্মাণ সম্পন্ন হয়েছে। আর এ গানের প্রচারেই অভিনব কৌশলী হয়েছেন কনা। সমাজমাধ্যমে ছড়িয়ে দিয়েছেন হাতে রাখা হাত। এ নিয়ে তার নতুন বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ে। কনা বলেন, ‘বিয়ে নয় এখন কাজের প্রেমে আছি আমি।’ এদিকে কনা ভালোবেসে বিয়ে করেছিলেন ইফতেখার গহীনকে। দীর্ঘ সাত বছর প্রেমের পর ২০১৯ সালের ২১ এপ্রিল বিয়ে করেছিল এই জুটি। কিন্তু হঠাৎ করেই ছয় বছর সংসারের পর মো. ইফতেখার গহীনের সঙ্গে ডিভোর্স হয় এই গায়িকার। গত ১৬ জুন বিবাহবিচ্ছেদের পথে হেঁটেছেন কনা। এদিকে বিচ্ছেদের পর থেকেই কনার নতুন প্রেমের গুঞ্জন ছড়িয়েছে শোবিজ অঙ্গনে। শোনা যাচ্ছে, এক গিটারিস্টের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন এই শিল্পী।