শেষ পর্যন্ত ‘প্রিন্স’ শাকিব খানের ‘প্রিন্সেস’ হলেন তাসনিয়া ফারিণ। যদিও গুঞ্জন ছিল কলকাতার নায়িকা ইধিকা পালের সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন শাকিব। সব গুঞ্জন উড়িয়ে ‘প্রিন্স’-এর জন্য ফারিণকেই চূড়ান্ত ঘোষণা করেছে সিনেমার প্রযোজনা সংস্থা ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস। কিছুদিন আগে ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে দুটি ছবি পোস্ট করা হয়েছে। পোস্টে দেখা গেছে- এ ছবির অংশ হতে পেরে বেশ হাস্যোজ্জ্বল ফারিণ। ছবির প্রযোজক শিরিন সুলতানার সঙ্গেও ক্যামেরাবন্দি হয়েছেন এই অভিনেত্রী। পোস্টের ক্যাপশনে লেখা, ‘আনুষ্ঠানিক ঘোষণা তাসনিয়া ফারিণ ‘প্রিন্স’-এ যোগ দিলেন।’ আরও বলা হয়েছে, ‘দশকের অন্যতম প্রতীক্ষিত বাংলা চলচ্চিত্রে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে চলেছেন ফারিণ। ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের সঙ্গে এক নতুন যাত্রা শুরু। এক নতুন অধ্যায়ের সূচনা।’ প্রযোজনা প্রতিষ্ঠানের পোস্টটি নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, ‘হৃদয় ভরে গেছে, আমি প্রিন্সের জন্য প্রস্তুত।’ ‘প্রিন্স’ পরিচালনা করবেন আবু হায়াত মাহমুদ। এদিকে দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে অভিনয়ের পাশাপাশি ঘোরাঘুরি করতে পছন্দ করেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। ঘোরাঘুরির বিষয়টি তার ফেসবুক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অনুসারীদের অজানা নয়। গত বছর ফারিণ ঘুরতে যান তুরস্কের ইস্তাম্বুলে সুলতান সুলেমানের বাড়িতে। সুলতানের প্রাসাদে ঘোরাঘুরির স্থিরচিত্র ফেসবুকে পোস্টও করেছেন ফারিণ। উসমানীয় সাম্রাজ্যের দশম সুলতান, ‘সুলতান সুলেমান’। তুরস্কের সিরিজ ‘সুলতান সুলেমান’ বাংলাদেশের দীপ্ত টেলিভিশনে ডাবিং করে প্রচারের পর এ দেশেও সিরিজটির জনপ্রিয়তা বেড়ে যায়। প্রাসাদ ষড়যন্ত্র আর সুলতানকে ঘিরে চলমান রাজনীতি দেখানো হয় সিরিজটিতে। তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত সেই সুলতান সুলেমানের টপকাপি প্রাসাদে ঘুরে বেড়িয়েছেন ফারিণ। প্রাসাদের বিভিন্ন জায়গা থেকে স্থিরচিত্র তুলেছেন অভিনেত্রী। সেই ছবিগুলোই সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন ফারিণ। যেখানে বেশ উৎফুল্ল মেজাজে দেখা যায় তাকে। শুধু তুরস্কই নয়, এর আগে এশিয়ার দেশ ইরানেও ঘুরেছেন ফারিণ। সেখানকার পর্যটননির্ভর সুন্দর সব জায়গা ঘুরে বেড়িয়েছেন এবং ফ্রেমবন্দি হয়েছেন তিনি। এইতো গেল ভ্রমণ ও অভিনয় পিয়াসী ফারিণের গল্প। তার গল্প কিন্তু আরও বাকি আছে। এই দুই পরিচয়ের বাইরে তিনি কিন্তু কণ্ঠশিল্পী হিসেবেও মানুষের মন কেড়েছেন। গত বছরের ঈদুল ফিতরে অভিনেত্রী ফারিণের গায়িকা হিসেবে অভিষেক ঘটেছে। ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে তিনি ‘রঙে রঙে রঙিন হব’ শিরোনামে একটি গানে কণ্ঠ দিয়েছেন। গানটি ফারিণ গেয়েছেন তাহসানের সঙ্গে। এ গানের জন্য ফারিণ প্রচুর প্রশংসা কুড়িয়েছেন। ফারিণ বলেন, ‘সত্যিই, সবার ভালোবাসায় আমি অভিভূত। গানটি এত এত ভালোবাসা পাবে, সেটা ভাবিনি। অনেক রিলস, ভিডিওর পাশাপাশি যেখানেই যাচ্ছি, অনেক প্রশংসা পেয়েছি। অনেক কৃতজ্ঞতা।’ তাহসান-ফারিণের গাওয়া গানটি প্রথম ১০ দিনে ইউটিউবে ৫ মিলিয়নের বেশি ভিউ অতিক্রম করে। ফারিণকে ঘিরে সাম্প্রতিক সময়ের নতুন খবর হলো- অভিনয়ের মানুষ ফারিণ এখন গান নিয়েই ব্যস্ত। ‘মন গলবে না’ গানটি গত বৃহস্পতিবার প্রকাশ হয়েছে। এ গানে অন্যরকম এক ফারিণকে দেখা গেছে। পপ ধাঁচের গানটি নিয়ে তার মন্তব্যটা এরকম, ‘আমার এই গানে ফিউশন ঘটাতে চেয়েছি। আশি ও নব্বইয়ের দশকের অনুভূতির সঙ্গে এ সময়টাকে মিলিয়ে কিছু একটা করতে চেয়েছি। সঙ্গে একটা গল্প রেখেছি, আবার শিল্পের সঙ্গে বাণিজ্যিক কিছু উপাদানও আছে। আমি ও আমার টিম চেষ্টা করেছি আমাদের চিন্তাভাবনা তুলে ধরতে।’ ‘মন গলবে না’ গানের কথা লিখেছেন কবির বকুল, সুর-সংগীত করেছেন ইমরান মাহমুদুল। দীর্ঘদিন ধরে প্রযোজনা প্রতিষ্ঠান চালুর ইচ্ছা ছিল নাকি ফারিণের, সম্প্রতি তার সেই ইচ্ছারই বাস্তবায়ন ঘটেছে।
শিরোনাম
- মগবাজার, মৌচাক ও মোহাম্মদপুরে ককটেল বিস্ফোরণ
- মেডিকেল ভর্তি পরীক্ষা আজ, কেন্দ্রের গেট বন্ধ হবে সাড়ে ৯টায়
- খালেদা জিয়ার চিকিৎসার সর্বশেষ অবস্থা জানাল মেডিকেল বোর্ড
- আমরা এখনো সিরিয়াস না হলে দেশের অস্তিত্ব হুমকির সম্মুখীন হবে: তারেক রহমান
- যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বিএনপির বৈঠক পেছাল
- মাদকের টাকার জন্য নিজের ঘরে আগুন দিল যুবক
- তানজানিয়ায় নির্বাচনী সহিংসতা, দুই হাজারের বেশি নিহত
- লালবাগে ছুরিকাঘাতে যুবক খুন
- এশিয়া কাপের হ্যাটট্রিক শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদী হাকিম
- মাদারীপুরে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
- জবিতে তিন দফা দাবিতে ভিসি ভবন ঘেরাওয়ের হুশিয়ারি
- তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে খেলাফত মজলিস
- সিরিয়ার সঙ্গে যুদ্ধ অনিবার্য: ইসরায়েলি মন্ত্রী
- ভেনেজুয়েলার ন্যাশনাল গার্ড মানবতাবিরোধী অপরাধ করেছে: জাতিসংঘ
- জাতি একটি ভালো নির্বাচনের অপেক্ষায় আছে: দুলু
- রেকর্ড ৯০১ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা ব্যয় বিল পাস যুক্তরাষ্ট্রের
- মাইজভাণ্ডারী যুব ফোরামের উদ্যোগে ‘ক্যারিয়ার গাইডেন্স’ সেমিনার
- লালমনিরহাটে জন্মান্ধ হাফেজার পাশে বিএনপি নেতা দুলু
- চীন-ভারতসহ কয়েকটি দেশের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্কারোপ মেক্সিকোর
- বরিশালে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের মতবিনিময় সভা
মন গলেছে প্রিন্সেস ফারিণের
প্রায় এক যুগের কাছাকাছি সময় ধরে অভিনয়ে আছেন ফারিণ। ছোটবেলা থেকে হতে চেয়েছিলেন গায়িকা। টেইলর সুইফট তার সবচেয়ে বড় প্রেরণা। স্কটল্যান্ডে সরাসরি তার কনসার্ট দেখার পর এই প্রেরণা আরও বাড়ে। গানটাকে আরও সিরিয়াসলি নেওয়ার সাহস করেন। ফারিণের মতে, ছোটবেলা থেকে তার গান শুনে ও তাকে দেখে দেখে বড় হয়েছি। তিনি মিউজিকে একটা সাম্রাজ্য গড়ে তুলেছেন। এটা আমার জন্য ভীষণ অনুপ্রেরণার...
শোবিজ প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর