প্রাণী অধিকার সচেতনতা নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন অভিনেত্রী জয়া আহসান। কুকুরছানা হত্যার বিচার চেয়ে তিনি বলেন, ‘ঈশ্বরদীতে আটটি কুকুরের বাচ্চাকে মেরে ফেলল নির্দয়, নিষ্ঠুর, মানসিক ভারসাম্যহীন মানুষ। খুনির কঠোরতম শাস্তি চাই।’ উল্লেখ্য, পাবনার ঈশ্বরদীতে সদ্যোজাত আটটি কুকুরছানাকে পুকুরে ফেলে হত্যার ঘটনায় নেটিজেনদের অনেকে ক্ষোভ প্রকাশ করছেন। সাধারণ মানুষ থেকে শুরু করে শোবিজ তারকারাও এ নিষ্ঠুরতার বিরুদ্ধে সরব হয়েছেন। অভিনেত্রীর এ কথায় সাধারণ মানুষও সহমর্মিতা প্রকাশ করে প্রাণী নির্যাতন আইনের কার্যকারিতা আরও কঠোর করার দাবি তুলছেন। গত সোমবার ঈশ্বরদী উপজেলা পরিষদ চত্বরে কুকুরছানা হত্যার এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, সপ্তাহখানেক আগে উপজেলা পরিষদের সরকারি কোয়ার্টারে থাকা ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের কর্মকর্তার বাসার আঙিনায় একটি মা কুকুর আটটি ছানার জন্ম দেয়। সোমবার মা কুকুরটিকে হঠাৎ ছোটাছুটি ও কাঁদতে দেখে স্থানীয়রা খোঁজ নিয়ে জানতে পারেন যে, ছানাগুলোকে পুকুরে ফেলে হত্যা করা হয়েছে। পরে পুকুর থেকে মৃত ছানাগুলো উদ্ধার করা হলে মা কুকুরটি পাশে বসে আর্তনাদ করতে থাকে। পরবর্তীতে ছানাগুলোকে মাটিচাপা দেওয়া হয়। এখন মা কুকুরটার কতটা কষ্ট হচ্ছে। মা কুকুরটার বুকের দুধ খাওয়াতে না পারলে ব্যথা শুরু হবে, হয়তো মা কুকুরটাও মারা যাবে বুকের দুধ কোনো বাচ্চাকে খাওয়াতে না পেরে। এই হত্যাকাণ্ডের জন্য খুনির সর্বোচ্চ শাস্তির দাবি জানান জয়া।