প্রখ্যাত কণ্ঠশিল্পী কনকচাঁপা বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত অনেক আগে থেকেই। দলের সুসময় বা দুঃসময়ে পাশে দাঁড়ান তিনি। বর্তমানে বেগম খালেদা জিয়ার অসুস্থতাতেও উদ্বিগ্ন তিনি। বেগম জিয়ার রাজনৈতিক জীবন, ব্যক্তিগত সংগ্রাম এবং কারাবাসের সময়কার নানা কঠিন অভিজ্ঞতার কথা সম্প্রতি তুলে ধরেন তিনি। কনকচাঁপা বলেন, জিয়াউর রহমানের শাহাদতের পর খুব অল্প বয়সে বৈধব্য বরণ করা, রাজনীতির চূড়ান্ত সময়কার গ্রেপ্তার, ‘মিথ্যা মামলায়’ কারাগার, স্লো পয়জনিংয়ের ভয়, মৃত্যুভয়-সব কিছুর মধ্যেই খালেদা জিয়া ছিলেন অবিচল ও সাহসী। তিনি আরও উল্লেখ করেন, অসুস্থ সন্তানের কাছে যাওয়ার আকুতি থাকলেও দেশের মানুষের কথা ভেবে তা থেকে বিরত থাকা, গুরুতর অসুস্থতা সত্ত্বেও বিদেশে উন্নত চিকিৎসার প্রস্তাব গ্রহণ না করা- এসব বিষয়ও তাকে আপ্লুত করেছে। কনকচাঁপার ভাষায়, তিনি তো শুধু তাঁর সন্তানের মা নন, দেশজুড়েই কোটি কোটি সন্তান তাঁর।