এপারের ‘প্রিয়তমা’ আর ওপার বাংলার ‘খাদান’, ‘রঘু ডাকাত’ সিনেমার কল্যাণে ইধিকা পাল এখন টলিউডের অন্যতম চর্চিত অভিনেত্রী। তার চাওয়া কাজে ডুবে থাকা। তাই আগামী ১০ বছরের মধ্যে বিয়ের কোনো চিন্তা নেই তার। এদিকে এ নায়িকা কার সঙ্গে প্রেম করছেন অথবা কবে বিয়ের পিঁড়িতে বসবেন তা নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই। ভারতীয় একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ইধিকা তার প্রেমজীবন নিয়ে কথা বলেছেন। আলাপচারিতায় ইধিকার কাছে জানতে চাওয়া হয়, কখনো মন ভেঙেছিল কি না? জবাবে এই অভিনেত্রী বলেন, ‘হ্যাঁ। ভেঙেছিল।’ পরিস্থিতি কীভাবে সামলেছিলেন? সঞ্চালকের এ প্রশ্নের উত্তরে ইধিকা পাল বলেন, ‘কারও হৃদয়ভাঙা আমার একদম পছন্দ নয়। সবাই বলে এটা থেকে অনেক কিছু শেখা যায়। কিন্তু আমি এটা চাই না; এটাকে ঘৃণা করি।’ ইধিকা বলেন, ‘কলেজ লাইফে হৃদয় ভেঙে ছিল। পছন্দ না করলেও কিছু করার নেই। সব সময় সঠিক মানুষের সঙ্গে থাকা সম্ভব নয়। সব সময় সঠিক মানুষটাকে বেছে নিতে পারব সেটাও সম্ভব নয়। আবার সব সময় এটাও সঠিক নয় যে, উল্টো দিকের মানুষটা খারাপ। সে হয়তো তার জায়গায় ঠিক, আমি হয়তো আমার জায়গায় ঠিক। কিন্তু দুজন একসঙ্গে ঠিক নয়। দুজন ভালো মানুষও একসঙ্গে নাও থাকতে পারেন।’ অল্প বয়সে প্রেম করে হৃদয় ভাঙলেও সম্পর্কে এখনো বিশ্বাস করেন ইধিকা।