প্রখ্যাত ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চু স্মরণে ১২তম উৎসব মাতাবে ১২টি ব্যান্ড। প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও চ্যানেল আই স্টুডিওতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ব্যান্ড ফেস্ট’। ব্যান্ডগুলো হচ্ছে- ‘উচ্চারণ’, ‘পার্থিব’, ‘শিরোনামহীন’, ‘ডিফরেন্ট টাচ’, ‘অবসকিউর’, ‘নোভা’, ‘নির্ঝর’, ‘মেহরীন’, ‘সিম্ফনি’, ‘ফিডব্যাক’, ‘স্টারকিং’ ও ‘তরুণ’। এবারের ব্যান্ড ফেস্ট অনুষ্ঠিত হবে আগামী ১ ডিসেম্বর। এটি চ্যানেল আইয়ের পর্দায় বেলা ১১টা ৫ মিনিট থেকে দিনব্যাপী সরাসরি প্রচার হবে। রককিংবদন্তি আইয়ুব বাচ্চুর প্রস্তাবের পরিপ্রেক্ষিতে চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরের সম্মতিতে চ্যানেল আই ২০১৪ সাল থেকে এই উৎসব আয়োজন করে আসছে। এ উপলক্ষে সম্প্রতি চ্যানেল আই স্টুডিওতে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, এবার দেশের ১২টি ব্যান্ড চ্যানেল আই স্টুডিও থেকে দিনব্যাপী পারফর্ম করবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ, ব্যান্ড সংগীত শিল্পী ফুয়াদ নাসের বাবু এবং ইনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার আশীষ কুমার চক্রবর্তী।