ছোটপর্দার ব্যস্ত অভিনেত্রী স্বর্ণলতা। ধারাবাহিক ও একক নাটকে নিয়মিত দেখা যায় তাকে। তবে পরিচিতি পেয়েছেন ধারাবাহিক নাটক ‘বকুলপুর সিজন টু’তে অভিনয় করে। বর্তমানে একক ও ধারাবাহিক নাটক ঘিরেই এই অভিনেত্রীর ব্যস্ততা। এদিকে জাপানের নাম্বার ওয়ান স্কিনকেয়ার ব্র্যান্ড ‘আইশ্যাডো’র শুভেচ্ছাদূত হয়েছেন স্বর্ণলতা। প্রতিষ্ঠানটির সঙ্গে পাঁচ বছরের জন্য আনুষ্ঠানিক চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। তারই অংশ হিসেবে তিনি বৃহস্পতিবার জাপান গেছেন। ১৩ দিনের সফর শেষে আগামী ১০ ডিসেম্বর ফিরবেন।