আসছে বছরেই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন মার্কিন সংগীত তারকা টেইলর সুইফট। আমেরিকান ফুটবল তারকা ট্র্যাভিস কেলসির সঙ্গে দীর্ঘদিনের প্রেমের পর এখন পরিণয়ের অপেক্ষায় গায়িকা। বিশ্বের এই হাই প্রোফাইল তারকা জুটির বিয়ে নিয়ে যেমন ভক্তমহলে আলোচনা তুঙ্গে, পাশাপাশি দেখা দিয়েছে নিরাপত্তাজনিত উদ্বেগ। আন্তর্জাতিক বেশ কিছু গণমাধ্যমে উঠে এসেছে এমন খবর। বলা হচ্ছে, এমনিতেই টেইলর সুইফট তার ব্যক্তিগত নিরাপত্তাকে সর্বোচ্চ প্রাধান্য দেন; অন্যদিকে, ট্র্যাভিস কেলসিও নিজেকে সুরক্ষিত রাখার চেষ্টা করেন। এরপরও দুজনের সম্পর্ক ও বহু প্রতীক্ষিত বিয়ের মতো বিলাসবহুল অনুষ্ঠান ঘিরেই বাড়ল এবার উদ্বেগ-শঙ্কা। তাই এ নিয়ে কার্যত নড়েচড়ে বসেছে তাদের টিম। মূলত তাদের নিরাপত্তা প্রটোকলগুলো এখন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। এক সূত্র অনুযায়ী, টেইলর সুইফটের তারকার মর্যাদা এবং জনজীবনের ঝুঁকির সঙ্গে সম্পর্কিত সম্ভাব্য বিপদগুলোর কারণে তার নিরাপত্তা দল বর্তমানে ‘হাই অ্যালার্ট’ অবস্থায় আছে। সেই সূত্রের বক্তব্য অনুযায়ী, ‘টেইলর এখন প্রেমে মগ্ন এবং জীবনকে খোলাখুলি উপভোগ করছেন, কিন্তু তার নিরাপত্তা দলটি চরম দুশ্চিন্তায় রয়েছে।’