গণ অভ্যুত্থানের পর হাতে গোনা কদিন বাজার সিন্ডিকেট গা-ঢাকা দিয়েছিল। সঙ্গে পরিবহনের চাঁদাবাজ চক্রও। তার সুফল পেয়েছিল জনগণ। স্বৈরাচার পতনের পর দুই দিন তো দেশে কোনো সরকারই ছিল না। পুলিশ ছিল না। এমন অবস্থায় যে ধরনের বিশৃৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা থাকে- তা হয়নি। দুর্বৃত্ত চক্র পালিয়ে যাওয়ায় পণ্যমূল্য স্থিতিশীল ছিল। কিছু পণ্যের দাম কমেও ছিল। সে মধুচন্দ্রিমা দীর্ঘায়িত হয়নি। খোলস পাল্টে ফের দৌরাত্ম্য শুরু করে দুর্বৃত্ত চক্র। হয় হাতবদল। নতুনরা আগের থেকেও মারমুখী হয়ে, দীর্ঘদিন অভুক্ত প্রাণীর মতো ঝাঁপিয়ে পড়া আচরণ শুরু করে। অন্তর্বর্তী সরকারের ১৬ মাসে এই-ই দেখছে মানুষ। বাজার স্থিতিশীল হতে পারছে না। কাঁচা মরিচ-আলু-পিঁয়াজ, ডিম-মুরগি কিছুই রক্ষা পাচ্ছে না সিন্ডিকেটের থাবা থেকে। আঘাতটা লাগছে ভোক্তার অর্থনৈতিক মেরুদণ্ডে। এ ক্ষেত্রে সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলোর তৎপরতা লক্ষ করা গেলেও তাদের সক্ষমতা সম্পর্কে মাঝেমধ্যেই সন্দেহ জাগছে। কারণ দেশে আবারও পিঁয়াজের দাম নিয়ে অস্থিরতা শুরু হয়েছে। মাত্র দুই দিনের মধ্যে খুচরা পর্যায়ে দাম বেড়েছে কেজিপ্রতি ৩০ থেকে ৪০ টাকা। গতকাল ছাপা খবরে দেখা যায়, রাজধানীর বিভিন্ন বাজারে পিঁয়াজের কেজি দেড় শ টাকা পর্যন্ত উঠেছে। প্রশ্নের মুখে বিক্রেতারা বলেন, পাইকারি বাজার থেকেই তাঁদের ১৩০ থেকে ১৪০ টাকায় কিনতে হয়েছে। দেড় শর নিচে বিক্রি করলে তাঁরা খাবেন কী? সংগত প্রশ্ন। খুঁজতে হবে পাইকারি বাজারে মূল্যবৃদ্ধির কারণ। সরবরাহে ঘাটতি দেখা দিলে বা আমদানির অনিশ্চয়তায়, যে কোনো পণ্যেরই মূল্য কিছুটা বাড়তে পারে। তাই বলে পিঁয়াজের মূল্য দুই দিনের মধ্যে কেজিতে ৩০-৪০ টাকা বৃদ্ধি মোটেও স্বাভাবিক নয়। ক্যাবের মুখপাত্র বলেছেন, ভোক্তার গলা কাটার জন্য ব্যবসায়ীরা এ সংকট তৈরি করেছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, পিঁয়াজের কোনো ঘাটতি নেই। সিন্ডিকেট কৃত্রিম সংকট সৃষ্টি করে আমদানির অনুমতি আদায় করতে চাচ্ছে। অথচ সরকার কৃষকের স্বার্থে পিঁয়াজ আমদানি বন্ধ রেখেছিল। এখন বাধ্য হয়ে সীমিত আকারে আমদানির অনুমতি দিয়েছে। তারপরও চক্রের কারসাজি থেমে নেই। এবং তারা সবটাই করছে ক্রেতাদের গলায় ছুরি বসিয়ে। পরিস্থিতি মোকাবিলায় উৎপাদন, সরবরাহ ও বিপণনব্যবস্থার প্রতি স্তরে কর্তৃপক্ষের নিবিড় তদারকি ও কঠোর নিয়ন্ত্রণ প্রয়োজন।
শিরোনাম
- ৩০০ আসনে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ দিয়ে ইসির প্রজ্ঞাপন
- মগবাজার, মৌচাক ও মোহাম্মদপুরে ককটেল বিস্ফোরণ
- মেডিকেল ভর্তি পরীক্ষা আজ, কেন্দ্রের গেট বন্ধ হবে সাড়ে ৯টায়
- খালেদা জিয়ার চিকিৎসার সর্বশেষ অবস্থা জানাল মেডিকেল বোর্ড
- আমরা এখনো সিরিয়াস না হলে দেশের অস্তিত্ব হুমকির সম্মুখীন হবে: তারেক রহমান
- যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বিএনপির বৈঠক পেছাল
- মাদকের টাকার জন্য নিজের ঘরে আগুন দিল যুবক
- তানজানিয়ায় নির্বাচনী সহিংসতা, দুই হাজারের বেশি নিহত
- লালবাগে ছুরিকাঘাতে যুবক খুন
- এশিয়া কাপের হ্যাটট্রিক শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদী হাকিম
- মাদারীপুরে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
- জবিতে তিন দফা দাবিতে ভিসি ভবন ঘেরাওয়ের হুশিয়ারি
- তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে খেলাফত মজলিস
- সিরিয়ার সঙ্গে যুদ্ধ অনিবার্য: ইসরায়েলি মন্ত্রী
- ভেনেজুয়েলার ন্যাশনাল গার্ড মানবতাবিরোধী অপরাধ করেছে: জাতিসংঘ
- জাতি একটি ভালো নির্বাচনের অপেক্ষায় আছে: দুলু
- রেকর্ড ৯০১ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা ব্যয় বিল পাস যুক্তরাষ্ট্রের
- মাইজভাণ্ডারী যুব ফোরামের উদ্যোগে ‘ক্যারিয়ার গাইডেন্স’ সেমিনার
- লালমনিরহাটে জন্মান্ধ হাফেজার পাশে বিএনপি নেতা দুলু
- চীন-ভারতসহ কয়েকটি দেশের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্কারোপ মেক্সিকোর