মিয়ানমার থেকে আসা লাখ লাখ রোহিঙ্গা আরব্য উপন্যাসের সিন্দাবাদের দৈত্যের মতো চেপে আছে বাংলাদেশের ঘাড়ে। জাতিসংঘ ও পশ্চিমা বিশ্বের অনুরোধের ঢেঁকি গিলতে বাধ্য হয়েছিল বিগত সরকার। এ সমস্যার সম্মানজনক সমাধানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল জাতিসংঘ ও তার অভিভাবক দেশগুলোর পক্ষ থেকে। কিন্তু রোহিঙ্গাদের স্বদেশে ফেরত পাঠানোর সময় তারা বাধা সৃষ্টি করছে নিজেদের মতলব হাসিলের জন্য। মিয়ানমারের পৃষ্ঠপোষক হিসেবে আবির্ভূত চীনের বিরুদ্ধে বাংলাদেশকে ব্যবহারের অপচেষ্টা চালায় তারা। বর্তমান সরকারের আমলে রোহিঙ্গাদের তাদের দেশে ফেরত পাঠানোর বদলে আরও দেড় লাখকে আশ্রয় দেওয়া হয়েছে। রোহিঙ্গাদের অবস্থান বাংলাদেশের পরিবেশের জন্য বিপর্যয় ডেকে আনছে। অর্থনীতির জন্যও বোঝা সৃষ্টি করছে। স্মর্তব্য ২০১৭ সালের আগস্টে রোহিঙ্গা ঢলের পর আন্তর্জাতিক সংস্থাগুলো বড় পরিসরে আর্থিক সহায়তা শুরু করে। সে সহায়তার কারণে ২০১৮ সালে চাহিদার প্রায় ৯০ শতাংশ পূরণ হতো। কিন্তু ২০২০ সালের পর থেকে কমতে থাকে আন্তর্জাতিক আর্থিক সহযোগিতা। কমতে কমতে বর্তমানে তা নেমে এসেছে মাত্র ৪০ থেকে ৫০ শতাংশে। একইভাবে বিশ্ব খাদ্য কর্মসূচি খাদ্যসহায়তা কমিয়েছে। রোহিঙ্গা শিবিরগুলোর স্বাস্থ্য ও শিক্ষা প্রকল্প বন্ধ হওয়ার পথে। ২০১৮ সালে রোহিঙ্গাদের ৫০ কেজি চাল, ৩-৪ কেজি ডাল, তেল, শাকসবজি, প্রয়োজনীয় কাপড় দেওয়া হতো। বর্তমানে তা কমিয়ে চাল করা হয়েছে ৩০ কেজি। অর্ধেক করা হয়েছে ডাল ও তেল। সীমিত করা হয়েছে শিক্ষা ও চিকিৎসা সহায়তা। ২০১৭ সালে মিয়ানমার সেনাবাহিনীর অভিযানের মুখে বাংলাদেশ অভিমুখে রোহিঙ্গা ঢলের পর আন্তর্জাতিক সংস্থাগুলো রোহিঙ্গা শরণার্থী শিবিরে মানবিক সাহায্য নিয়ে এগিয়ে আসে। কিন্তু ইউক্রেন যুদ্ধ, গাজা-সংকট ও আফ্রিকার নতুন মানবিক বিপর্যয়ে বিশ্ব সম্প্রদায়ের মনোযোগ সরে যেতে থাকে রোহিঙ্গাদের কাছ থেকে। রোহিঙ্গারা বাংলাদেশে মাদক পাচারের মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। মিয়ানমার থেকে আসা অবৈধ অস্ত্র তারা ছড়িয়ে দিচ্ছে সন্ত্রাসী ও চরমপন্থিদের হাতে। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্যও হুমকি সৃষ্টি করছে অবাঞ্ছিত বিদেশিদের অবস্থান। তাদের ফেরত পাঠাতে সরকারকে তৎপর হতে হবে।
শিরোনাম
- ৩০০ আসনে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ দিয়ে ইসির প্রজ্ঞাপন
- মগবাজার, মৌচাক ও মোহাম্মদপুরে ককটেল বিস্ফোরণ
- মেডিকেল ভর্তি পরীক্ষা আজ, কেন্দ্রের গেট বন্ধ হবে সাড়ে ৯টায়
- খালেদা জিয়ার চিকিৎসার সর্বশেষ অবস্থা জানাল মেডিকেল বোর্ড
- আমরা এখনো সিরিয়াস না হলে দেশের অস্তিত্ব হুমকির সম্মুখীন হবে: তারেক রহমান
- যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বিএনপির বৈঠক পেছাল
- মাদকের টাকার জন্য নিজের ঘরে আগুন দিল যুবক
- তানজানিয়ায় নির্বাচনী সহিংসতা, দুই হাজারের বেশি নিহত
- লালবাগে ছুরিকাঘাতে যুবক খুন
- এশিয়া কাপের হ্যাটট্রিক শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদী হাকিম
- মাদারীপুরে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
- জবিতে তিন দফা দাবিতে ভিসি ভবন ঘেরাওয়ের হুশিয়ারি
- তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে খেলাফত মজলিস
- সিরিয়ার সঙ্গে যুদ্ধ অনিবার্য: ইসরায়েলি মন্ত্রী
- ভেনেজুয়েলার ন্যাশনাল গার্ড মানবতাবিরোধী অপরাধ করেছে: জাতিসংঘ
- জাতি একটি ভালো নির্বাচনের অপেক্ষায় আছে: দুলু
- রেকর্ড ৯০১ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা ব্যয় বিল পাস যুক্তরাষ্ট্রের
- মাইজভাণ্ডারী যুব ফোরামের উদ্যোগে ‘ক্যারিয়ার গাইডেন্স’ সেমিনার
- লালমনিরহাটে জন্মান্ধ হাফেজার পাশে বিএনপি নেতা দুলু
- চীন-ভারতসহ কয়েকটি দেশের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্কারোপ মেক্সিকোর