রাষ্ট্রের মূল তিন ভিত্তি- আইন, বিচার, প্রশাসন ধ্বংস করে দিয়েছিল স্বৈরাচার। চতুর্থ স্তম্ভ সংবাদমাধ্যমকেও সঠিক দায়িত্বটা পালন করতে দেওয়া হয়নি। সব ক্ষেত্রেই দলীয়করণের জাল বিছিয়ে, এমন অরাজকতা সৃষ্টি করা হয়েছিল, যখন সাদাকে সাদা, কালোকে কালো বলার উপায় ছিল না। হবুচন্দ্র রাজার গবুচন্দ্র মন্ত্রীর মতো সবাই কেবল জি হুজুর, জি হুজুর করেছে। এর পরিণতি কখনো শুভ হয় না। এ দেশেও হয়নি। পাপের কলস পূর্ণ হওয়ায় স্বৈরাচারের পতন হয়েছে। নতুন বাংলাদেশ বিনির্মিাণের কর্মযজ্ঞ চলছে। গণতন্ত্রে উত্তরণে নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে। এমন গুরুত্বপূর্ণ সময়-প্রেক্ষাপটে তাৎপর্যপূর্ণ বক্তব্য রেখেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। বলেছেন, বিচার বিভাগ ব্যর্থ হলে রাষ্ট্র ও গণতন্ত্র ব্যর্থ হয়। নির্বাক হয় সংবিধানও। মানুষের প্রত্যাশা ধ্বংস হয়। তার মতে, জুলাই বিপ্লব সংবিধান উৎখাতে নয়, বরং এর সঙ্গে সম্পর্ক বিশুদ্ধ করতে উদ্দীপ্ত হয়েছিল। স্বচ্ছতা, জবাবদিহি ও জনসাড়া- এই তিন গুণ জনমানসের প্রধান সুর হয়ে উঠেছিল। ছাত্র-জনতার গণ অভ্যুত্থান দেশকে সাংবিধানিক জীবনের ব্যাকরণ পুনর্বিবেচনা করতে বাধ্য করেছে। এ বিপ্লব জোর ঝাঁকুনি দিয়ে রাষ্ট্রের প্রতিটি অঙ্গকে মনে করিয়ে দিয়েছে যে আইনের শাসন কোনো আমলাতান্ত্রিক রীতিনীতি বা উত্তরাধিকার সূত্রে পাওয়া অলংকার নয়। যে কোনো জাতীয় সংকট ও অস্থিরতায় বিচার বিভাগকে সবচেয়ে কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হয়। এ কারণে এ বিভাগের সংস্কার শুধু এর সৌন্দর্যবর্ধন নয়, বরং রাষ্ট্রের ন্যায় এবং গণতন্ত্র টিকিয়ে রাখার সংগ্রাম। দেশ যখন নতুন করে রাজনৈতিক ভবিষ্যতের জন্য তৈরি হচ্ছে, তখন বিচার বিভাগকে অবশ্যই সুদৃঢ় নীতিনৈতিকতায় অবিচল থাকতে হবে। তাকে বিশ্বের পরিবর্তনশীল বাস্তবতাও পর্যবেক্ষণ করতে হয়। ইতঃপূর্বে ঐতিহাসিক মাসদার হোসেন মাসলার রায় বিচার বিভাগের সাংবিধানিক স্বায়ত্তশাসন নিশ্চিত করে এর পেশাদারি কাঠামোর ভিত্তি গড়ে দেয়। চব্বিশের বিচারিক সংস্কার রোডম্যাপ বিচার বিভাগকে নতুন প্রাতিষ্ঠানিক দিশা দিয়েছে। যার মূল লক্ষ্য বিচার বিভাগে ভারসাম্য, স্বাধীনতা ও প্রশাসনিক শৃঙ্খলা প্রতিষ্ঠা। সত্য ও ন্যায়ের জন্য মানুষের শেষ ভরসাস্থল বিচার বিভাগকে, স্বাধীন ভিত্তিতে প্রতিষ্ঠার লক্ষ্য অর্জিত হোক।
শিরোনাম
- ৩০০ আসনে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ দিয়ে ইসির প্রজ্ঞাপন
- মগবাজার, মৌচাক ও মোহাম্মদপুরে ককটেল বিস্ফোরণ
- মেডিকেল ভর্তি পরীক্ষা আজ, কেন্দ্রের গেট বন্ধ হবে সাড়ে ৯টায়
- খালেদা জিয়ার চিকিৎসার সর্বশেষ অবস্থা জানাল মেডিকেল বোর্ড
- আমরা এখনো সিরিয়াস না হলে দেশের অস্তিত্ব হুমকির সম্মুখীন হবে: তারেক রহমান
- যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বিএনপির বৈঠক পেছাল
- মাদকের টাকার জন্য নিজের ঘরে আগুন দিল যুবক
- তানজানিয়ায় নির্বাচনী সহিংসতা, দুই হাজারের বেশি নিহত
- লালবাগে ছুরিকাঘাতে যুবক খুন
- এশিয়া কাপের হ্যাটট্রিক শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদী হাকিম
- মাদারীপুরে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
- জবিতে তিন দফা দাবিতে ভিসি ভবন ঘেরাওয়ের হুশিয়ারি
- তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে খেলাফত মজলিস
- সিরিয়ার সঙ্গে যুদ্ধ অনিবার্য: ইসরায়েলি মন্ত্রী
- ভেনেজুয়েলার ন্যাশনাল গার্ড মানবতাবিরোধী অপরাধ করেছে: জাতিসংঘ
- জাতি একটি ভালো নির্বাচনের অপেক্ষায় আছে: দুলু
- রেকর্ড ৯০১ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা ব্যয় বিল পাস যুক্তরাষ্ট্রের
- মাইজভাণ্ডারী যুব ফোরামের উদ্যোগে ‘ক্যারিয়ার গাইডেন্স’ সেমিনার
- লালমনিরহাটে জন্মান্ধ হাফেজার পাশে বিএনপি নেতা দুলু
- চীন-ভারতসহ কয়েকটি দেশের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্কারোপ মেক্সিকোর