নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার বিধান আবার ফিরছে। বহুল আলোচিত নির্বাচনকালীন নির্দলীয় সরকারব্যবস্থা বাতিলের রায় অসাংবিধানিক ও বাতিল ঘোষণা করেছেন আপিল বিভাগ। প্রায় তিন দশক আগে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী আইনের মাধ্যমে তত্ত্বাবধায়ক ব্যবস্থা যুক্ত করা হয়েছিল। এ-সংক্রান্ত বিধান পুনরুজ্জীবিত করে রায় দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। ত্রয়োদশ সংশোধনী আইনকে সংবিধান পরিপন্থি ও বাতিল ঘোষণা করে প্রায় দেড় দশক আগে আপিল বিভাগ রায় দিয়েছিলেন। সেই রায়ের বিরুদ্ধে করা আপিল মঞ্জুর এবং এ-সংক্রান্ত রিভিউ আবেদন নিষ্পত্তি করে বৃহস্পতিবার প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগ সর্বসম্মত রায় দেন। এটা কার্যকর হবে চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন থেকে। এর মাধ্যমে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পথ প্রশস্ত হবে। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল হওয়ার পর দেশ গণতন্ত্রের মহাসড়কে হাঁটবে বলে মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল। তাৎক্ষণিকভাবে এ রায়কে স্বাগত জানায় বিএনপি, জামায়াত, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দল। বিএনপি বলেছে, এ রায় দেশে স্বৈরাচার তৈরির পথ বন্ধ করবে। জামায়াতের মতে, এর মধ্য দিয়ে গণতন্ত্র ইতিবাচক ধারায় ফিরবে। তবে এনসিপির দাবি- ত্রয়োদশ সংশোধনীর মতো করে নয়, বরং জুলাই সনদে যেভাবে বলা হয়েছে, সেভাবেই তত্ত্বাবধায়ক সরকার গঠিত হতে হবে। সন্দেহ নেই যে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালে জাতি কলঙ্কমুক্ত হলো। গত তিনটি বিতর্কিত নির্বাচনের কলঙ্কিত অধ্যায়ের পুনরাবৃত্তির পথ বন্ধ হলো। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলোপ করে যে নির্বাচন হয়েছিল, তাতে দেশে গণতন্ত্রের কবর রচিত হয়। এখন থেকে ভবিষ্যৎ নির্বাচন সুসংহত হবে এবং গণতন্ত্র ইতিবাচক ধারায় ফিরবে। বিশেষজ্ঞদের মতে, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের এই ঐতিহাসিক রায় দেশের জন্য উজ্জ্বল অর্জনের মাইলফলক। দীর্ঘ দেড় দশকের স্বৈরাচার পতনের পর, নতুন বাংলাদেশে, বর্তমান সময়ের পটভূমিতে, এ রায় দেশ ও জাতির জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। গণতান্ত্রিক ধারাবাহিকতার রক্ষাকবচ।
শিরোনাম
- ৩০০ আসনে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ দিয়ে ইসির প্রজ্ঞাপন
- মগবাজার, মৌচাক ও মোহাম্মদপুরে ককটেল বিস্ফোরণ
- মেডিকেল ভর্তি পরীক্ষা আজ, কেন্দ্রের গেট বন্ধ হবে সাড়ে ৯টায়
- খালেদা জিয়ার চিকিৎসার সর্বশেষ অবস্থা জানাল মেডিকেল বোর্ড
- আমরা এখনো সিরিয়াস না হলে দেশের অস্তিত্ব হুমকির সম্মুখীন হবে: তারেক রহমান
- যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বিএনপির বৈঠক পেছাল
- মাদকের টাকার জন্য নিজের ঘরে আগুন দিল যুবক
- তানজানিয়ায় নির্বাচনী সহিংসতা, দুই হাজারের বেশি নিহত
- লালবাগে ছুরিকাঘাতে যুবক খুন
- এশিয়া কাপের হ্যাটট্রিক শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদী হাকিম
- মাদারীপুরে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
- জবিতে তিন দফা দাবিতে ভিসি ভবন ঘেরাওয়ের হুশিয়ারি
- তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে খেলাফত মজলিস
- সিরিয়ার সঙ্গে যুদ্ধ অনিবার্য: ইসরায়েলি মন্ত্রী
- ভেনেজুয়েলার ন্যাশনাল গার্ড মানবতাবিরোধী অপরাধ করেছে: জাতিসংঘ
- জাতি একটি ভালো নির্বাচনের অপেক্ষায় আছে: দুলু
- রেকর্ড ৯০১ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা ব্যয় বিল পাস যুক্তরাষ্ট্রের
- মাইজভাণ্ডারী যুব ফোরামের উদ্যোগে ‘ক্যারিয়ার গাইডেন্স’ সেমিনার
- লালমনিরহাটে জন্মান্ধ হাফেজার পাশে বিএনপি নেতা দুলু
- চীন-ভারতসহ কয়েকটি দেশের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্কারোপ মেক্সিকোর