বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের নেতা-কর্মীদের গুপ্ত স্বৈরাচার সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। বলেছেন নিজেদের মধ্যকার বিরোধের সুযোগ যাতে প্রতিপক্ষ নিতে না পারে, সেজন্য সতর্ক থাকতে হবে। দল যাঁকে মনোনয়ন দেবে তাঁর পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে অবস্থান নিতে হবে। রবিবার রাতে প্রবাসে বিএনপির দলীয় নেতা-কর্মীদের প্রাথমিক সদস্যপদ নবায়ন ও নতুন সদস্যপদ গ্রহণের কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্রের তথ্যও তিনি তুলে ধরেন। বলেন, বিএনপির বিজয় ঠেকাতেই পতিত স্বৈরাচার দেশে ফ্যাসিবাদ কায়েম করেছিল। তারা নির্বাচনব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল। উদ্বেগ এবং আশ্চর্যের বিষয় হচ্ছে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশেও বিএনপির বিজয় ঠেকাতে সংঘবদ্ধ অপকৌশল শুরু হয়েছে। পতিত পলাতক স্বৈরাচারের শাসনামলে জাতীয় নির্বাচন নিয়ে জনগণের কোনোই আগ্রহ ছিল না। আর বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়ে জনমনে কোনো কোনো ক্ষেত্রে জিজ্ঞাসা বাড়ছে যথাসময়ে নির্বাচন হবে কি না। নির্বাচন নিয়ে জনমনে সৃষ্ট সংশয়-সন্দেহ গণতন্ত্রের উত্তরণের পথকে সংকটপূর্ণ করে তুলতে পারে। দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি শুরু থেকেই ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার স্বার্থে সর্বোচ্চ ছাড় দিয়ে গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতার পথ বেছে নিয়েছে। অপরদিকে অন্তর্বর্তী সরকারকেও যথাসাধ্য সহযোগিতা করেছে। কৌশল এবং অপকৌশলের পার্থক্য বুঝতে ব্যর্থ হলে কোনো অগণতান্ত্রিক অপশক্তির কাছে শেষ পর্যন্ত বিনা শর্তে আত্মসমর্পণের পথে হাঁটতে হয় কি না, মাঠে থাকা সব গণতান্ত্রিক দলগুলোকে ভাবতে হবে। বিএনপির শীর্ষ নেতা দলের প্রবাসী সদস্যদের অনুষ্ঠানে গুপ্ত স্বৈরাচারের ওত পেতে থাকার বিষয়ে যে আশঙ্কার কথা বলেছেন, তা খুবই তাৎপর্যপূর্ণ। সবারই জানা, সাড়ে ১৫ বছরের কর্তৃত্ববাদী শাসনের পতন ঘটেছে বিএনপিসহ গণতন্ত্রপন্থি দলগুলোর দেড় দশকের কঠিন সংগ্রাম ও আত্মত্যাগের ফসল হিসেবে। গণতন্ত্রপন্থি সব দল ঐক্যবদ্ধ হয়েছিল বলেই তা সম্ভব হয়েছিল। পতিত স্বৈরাচারের ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক না হলে যে কোনো অজুহাতে দেশে গুপ্ত স্বৈরাচারের অভ্যুদয় ঘটতে পারে। এ বিষয়ে সতর্কতার বিকল্প নেই।
শিরোনাম
- ৩০০ আসনে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ দিয়ে ইসির প্রজ্ঞাপন
- মগবাজার, মৌচাক ও মোহাম্মদপুরে ককটেল বিস্ফোরণ
- মেডিকেল ভর্তি পরীক্ষা আজ, কেন্দ্রের গেট বন্ধ হবে সাড়ে ৯টায়
- খালেদা জিয়ার চিকিৎসার সর্বশেষ অবস্থা জানাল মেডিকেল বোর্ড
- আমরা এখনো সিরিয়াস না হলে দেশের অস্তিত্ব হুমকির সম্মুখীন হবে: তারেক রহমান
- যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বিএনপির বৈঠক পেছাল
- মাদকের টাকার জন্য নিজের ঘরে আগুন দিল যুবক
- তানজানিয়ায় নির্বাচনী সহিংসতা, দুই হাজারের বেশি নিহত
- লালবাগে ছুরিকাঘাতে যুবক খুন
- এশিয়া কাপের হ্যাটট্রিক শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদী হাকিম
- মাদারীপুরে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
- জবিতে তিন দফা দাবিতে ভিসি ভবন ঘেরাওয়ের হুশিয়ারি
- তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে খেলাফত মজলিস
- সিরিয়ার সঙ্গে যুদ্ধ অনিবার্য: ইসরায়েলি মন্ত্রী
- ভেনেজুয়েলার ন্যাশনাল গার্ড মানবতাবিরোধী অপরাধ করেছে: জাতিসংঘ
- জাতি একটি ভালো নির্বাচনের অপেক্ষায় আছে: দুলু
- রেকর্ড ৯০১ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা ব্যয় বিল পাস যুক্তরাষ্ট্রের
- মাইজভাণ্ডারী যুব ফোরামের উদ্যোগে ‘ক্যারিয়ার গাইডেন্স’ সেমিনার
- লালমনিরহাটে জন্মান্ধ হাফেজার পাশে বিএনপি নেতা দুলু
- চীন-ভারতসহ কয়েকটি দেশের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্কারোপ মেক্সিকোর