বাংলাদেশের অর্থনীতি দীর্ঘদিন ধরে খুঁড়িয়ে চলছে। অন্তর্বর্তী সরকারের আমলে তা আরও নাজুক অবস্থায় পড়েছে। বিশ্বব্যাংকের সমীক্ষায় বলা হয়েছে, ছয় ঝুঁকিতে রয়েছে বাংলাদেশের অর্থনীতি। চলতি বছর অর্থনৈতিক প্রবৃদ্ধি কিছুটা বেড়ে ৪ দশমিক ৮ শতাংশে দাঁড়াবে বলে তাদের ধারণা। তবে আগামী বছর বড় ধরনের মন্দার আশঙ্কা করছে তারা। বাংলাদেশ করোনার আগে অর্থনৈতিক প্রবৃদ্ধির দিক থেকে ছিল ঈর্ষণীয় অবস্থায়। এটিকে জাদুকরি সাফল্য বলে ভাবা হচ্ছিল। করোনা মোকাবিলায় বাংলাদেশ বিশ্বের শীর্ষস্থানীয় দেশগুলোর চেয়েও সাফল্যের পরিচয় দেয়। মৃত্যুর হার সীমিত রাখতে সক্ষম হয়। কিন্তু ইউক্রেন-রাশিয়া যুদ্ধ দুনিয়ার অনেক দেশের মতো বাংলাদেশের অর্থনীতির জন্যও অশনিসংকেত হয়ে দেখা দেয়। মড়ার ওপর খাঁড়ার ঘা হিসেবে আবির্ভূত হয় গাজা যুদ্ধ। জ্বালানির দাম বেড়ে যাওয়ায় অর্থনীতির ওপর তার নেতিবাচক চাপ পড়ে। জলবায়ু পরিবর্তনের ধকলও সইতে হয় বাংলাদেশকে। বেড়ে যায় নিত্যপণ্যের দাম। অর্থনীতিতে সৃষ্টি হয় অস্থিরতা। যা শেষ পর্যন্ত সরকার পতনের অন্যতম কারণ হয়ে দাঁড়ায়। আশা করা হয়েছিল, গণ অভ্যুত্থানের ফসল হিসেবে ক্ষমতায় বসা অন্তর্বর্তী সরকারের সুশীল উপদেষ্টাদের পয়মন্ত হাতের ছোঁয়ায় গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসনের মতো সোনার হরিণের দেখা পাওয়া যাবে। সৃষ্টি হবে ব্যবসাবান্ধব পরিবেশ। কিন্তু গত ১৪ মাসে এসব ক্ষেত্রে অশ্বডিম্বের প্রসবই শুধু লক্ষ্য করা গেছে। আইনশৃঙ্খলা দেড় যুগের মধ্যে সবচেয়ে নাজুক অবস্থায়। যাকে জঘন্য বলাই সমীচীন। আইনের শাসন শব্দটি বড় মাপের প্রশ্ন হয়ে দেখা দিয়েছে মব প্রেমিকদের রাজত্বে। ব্যবসায়ীদের দেখা হচ্ছে অপরাধী হিসেবে। ফলে অর্থনীতিতে তার কুফল অনিবার্য হয়ে উঠছে। ব্যাংকিং খাতের দুর্বলতা, জাতীয় নির্বাচনের আগে রাজনৈতিক অস্থিতিশীলতা, সংস্কার বাস্তবায়নে বিলম্ব, আন্তর্জাতিক বাণিজ্যে বিঘ্ন, প্রত্যাশার তুলনায় ধীরগতিতে মূল্যস্ফীতি হ্রাস ও জ্বালানি সীমাবদ্ধতা কাটিয়ে ওঠা না গেলে নির্বাচনের পরও জনগণের মধ্যে বিরাজমান হতাশা থেকেই যাবে। যা থেকে সতর্ক থাকার বিকল্প নেই।
শিরোনাম
- ৩০০ আসনে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ দিয়ে ইসির প্রজ্ঞাপন
- মগবাজার, মৌচাক ও মোহাম্মদপুরে ককটেল বিস্ফোরণ
- মেডিকেল ভর্তি পরীক্ষা আজ, কেন্দ্রের গেট বন্ধ হবে সাড়ে ৯টায়
- খালেদা জিয়ার চিকিৎসার সর্বশেষ অবস্থা জানাল মেডিকেল বোর্ড
- আমরা এখনো সিরিয়াস না হলে দেশের অস্তিত্ব হুমকির সম্মুখীন হবে: তারেক রহমান
- যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বিএনপির বৈঠক পেছাল
- মাদকের টাকার জন্য নিজের ঘরে আগুন দিল যুবক
- তানজানিয়ায় নির্বাচনী সহিংসতা, দুই হাজারের বেশি নিহত
- লালবাগে ছুরিকাঘাতে যুবক খুন
- এশিয়া কাপের হ্যাটট্রিক শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদী হাকিম
- মাদারীপুরে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
- জবিতে তিন দফা দাবিতে ভিসি ভবন ঘেরাওয়ের হুশিয়ারি
- তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে খেলাফত মজলিস
- সিরিয়ার সঙ্গে যুদ্ধ অনিবার্য: ইসরায়েলি মন্ত্রী
- ভেনেজুয়েলার ন্যাশনাল গার্ড মানবতাবিরোধী অপরাধ করেছে: জাতিসংঘ
- জাতি একটি ভালো নির্বাচনের অপেক্ষায় আছে: দুলু
- রেকর্ড ৯০১ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা ব্যয় বিল পাস যুক্তরাষ্ট্রের
- মাইজভাণ্ডারী যুব ফোরামের উদ্যোগে ‘ক্যারিয়ার গাইডেন্স’ সেমিনার
- লালমনিরহাটে জন্মান্ধ হাফেজার পাশে বিএনপি নেতা দুলু
- চীন-ভারতসহ কয়েকটি দেশের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্কারোপ মেক্সিকোর