দেশের সাধারণ মানুষ চায় সরকার দেশের উন্নয়নে কার্যকর ভূমিকা পালন করুক। দেশবাসীকে এই ট্যাবলেট গিলিয়ে বিগত সরকার বেশ নাম কিনেছে। চোখধাঁধানো উন্নয়ন যে তাদের পৌনে ১৬ বছরে ঘটেছে তা অস্বীকারের সুযোগ নেই। তবে উন্নয়নের নামে একের পর এক নেওয়া মেগা প্রকল্পগুলো অনেক ক্ষেত্রেই সরকারের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। ঋণের টাকায় যেসব প্রকল্প গ্রহণ করা হয়েছে সময়মতো বাস্তবায়নের অভাবে ব্যয় বেড়েছে স্পুটনিক গতিতে। পাঁচ বছরের প্রকল্প ১৩ বছরে শেষ না হওয়ায় রেকর্ডও রয়েছে। বাধ্য হয়ে প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে দফায় দফায়। একই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে প্রকল্প ব্যয়। ধীরগতির কারণে ঋণদাতা সংস্থাগুলোও এখন প্রকল্প থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। বিগত সরকারের নেওয়া অনেক মেগা প্রকল্পের মেয়াদ পাঁচবারও বৃদ্ধি হয়েছে। ব্যয় বেড়েছে দ্বিগুণের বেশি। গাজীপুর-এয়ারপোর্ট বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পটি অনুমোদন হয় ২০১২ সালে। দফায় দফায় মেয়াদ ও ব্যয় বাড়িয়েও শেষ হয়নি ২০ দশমিক ৫ কিলোমিটার দীর্ঘ সড়কের কাজ। অথচ ইতোমধ্যে পেরিয়ে গেছে ১৩ বছর। গত ২৭ জুলাই অন্তর্বর্তী সরকারের ১২তম একনেক সভায় ৫৪ দশমিক ৫৭ শতাংশ ব্যয় বাড়িয়ে প্রকল্পের চতুর্থ সংশোধিত প্রস্তাব উপস্থাপন করা হয়। প্রকল্পের ব্যয় ২ হাজার ৩২৯ কোটি টাকা বাড়িয়ে ৬ হাজার ৫৯৭ দশমিক ৩২ কোটি টাকায় উন্নীত করার প্রস্তাব দেওয়া হয়। অথচ মূল প্রকল্প ব্যয় ছিল ২ হাজার ৩৯ দশমিক ৮৪ কোটি টাকা। পাশাপাশি প্রকল্পের মেয়াদ চার বছর বাড়ানোর প্রস্তাবও দেওয়া হয়। তবে সেই প্রস্তাব নাকচ হয়ে যায় একনেকে। একই সঙ্গে ত্রুটিপূর্ণ এই প্রকল্পের পরিকল্পনা, নকশা এবং সম্ভাব্যতা যাচাই প্রণয়নের সঙ্গে জড়িতদের চিহ্নিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই অসমাপ্ত প্রকল্প এখন টঙ্গীবাসীর ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। উন্নয়ন ভোগান্তির মুখে পড়েছে গাজীপুরবাসী। বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের তিন ডজন মাঝারি ও বড় প্রকল্প বাস্তবায়নের শম্বুকগতিতে দাতা সংস্থার অসন্তোষ রয়েছে। প্রকল্পগুলো সময়মতো বাস্তবায়ন না হওয়ায় ব্যয় বেড়েছে ব্যাপকভাবে। সরকারের জন্য তা বোঝা হয়ে দাঁড়িয়েছে। দেশবাসী উন্নয়ন চায়। তবে তা যাতে টাকার শ্রাদ্ধ হয়ে না দাঁড়ায় সে ব্যাপারে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে।
শিরোনাম
- ৩০০ আসনে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ দিয়ে ইসির প্রজ্ঞাপন
- মগবাজার, মৌচাক ও মোহাম্মদপুরে ককটেল বিস্ফোরণ
- মেডিকেল ভর্তি পরীক্ষা আজ, কেন্দ্রের গেট বন্ধ হবে সাড়ে ৯টায়
- খালেদা জিয়ার চিকিৎসার সর্বশেষ অবস্থা জানাল মেডিকেল বোর্ড
- আমরা এখনো সিরিয়াস না হলে দেশের অস্তিত্ব হুমকির সম্মুখীন হবে: তারেক রহমান
- যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বিএনপির বৈঠক পেছাল
- মাদকের টাকার জন্য নিজের ঘরে আগুন দিল যুবক
- তানজানিয়ায় নির্বাচনী সহিংসতা, দুই হাজারের বেশি নিহত
- লালবাগে ছুরিকাঘাতে যুবক খুন
- এশিয়া কাপের হ্যাটট্রিক শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদী হাকিম
- মাদারীপুরে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
- জবিতে তিন দফা দাবিতে ভিসি ভবন ঘেরাওয়ের হুশিয়ারি
- তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে খেলাফত মজলিস
- সিরিয়ার সঙ্গে যুদ্ধ অনিবার্য: ইসরায়েলি মন্ত্রী
- ভেনেজুয়েলার ন্যাশনাল গার্ড মানবতাবিরোধী অপরাধ করেছে: জাতিসংঘ
- জাতি একটি ভালো নির্বাচনের অপেক্ষায় আছে: দুলু
- রেকর্ড ৯০১ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা ব্যয় বিল পাস যুক্তরাষ্ট্রের
- মাইজভাণ্ডারী যুব ফোরামের উদ্যোগে ‘ক্যারিয়ার গাইডেন্স’ সেমিনার
- লালমনিরহাটে জন্মান্ধ হাফেজার পাশে বিএনপি নেতা দুলু
- চীন-ভারতসহ কয়েকটি দেশের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্কারোপ মেক্সিকোর