২০২৬ সালের শেষ নাগাদ লন্ডন ও রোমে ফ্লাইট চালুর প্রস্তুতি নিচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।
মঙ্গলবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এ কথা জানান প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম।
তিনি বলেন, সংখ্যার বিচারে বলা যায়, বর্তমানে জাতীয় ক্যারিয়ারের চেয়েও আমাদের এয়ারক্রাফট সংখ্যা বেশি। আমরা মধ্যপ্রাচ্যের জনপ্রিয় গন্তব্য জেদ্দা, রিয়াদ, দুবাই, আবুধাবি, শারজাহ, মাস্কাট ও দোহায় নিয়মিত ফ্লাইট পরিচালনা করছি। এছাড়া সিঙ্গাপুর, কুয়ালালামপুর, ব্যাংকক, মালদ্বীপ, কলকাতা ও চেন্নাই রুটেও ফ্লাইট চলছে। খুব শিগগিরই ঢাকা-মদিনা রুটে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে। ২০২৬ সালের শেষ নাগাদ লন্ডন ও রোম রুটে ফ্লাইট চালুরও প্রস্তুতি চলছে।
তিনি আরও বলেন, ২০২৮ সালের মধ্যে ইনশাল্লাহ সবকিছু অনুকূলে থাকলে ঢাকা থেকে টরন্টো ও নিউইয়র্ক রুটে ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে। এছাড়া একটি নতুন রুট ঢাকা-সিডনি-ঢাকা, যা বাংলাদেশে কোনো ক্যারিয়ার আগে কখনো পরিকল্পনাও করেনি, সেটিও আমাদের পাঁচ বছরের পরিকল্পনার মধ্যে রয়েছে। এই রুটটি চালুর জন্য আমরা সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছি।
ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বলেন, ২০১৪ সালের ১৭ জুলাই ঢাকা-যশোর রুটে মাত্র দুটি এয়ারক্রাফটের মাধ্যমে আমাদের যাত্রা শুরু হয়েছিল। আজ ১১ বছর পর আপনাদের জানাতে পেরে আমরা আনন্দিত যে আমাদের বহরে এখন ২৫টি এয়ারক্রাফট রয়েছে। এর মধ্যে তিনটি এয়ারবাস এ-৩৩০ এয়ারক্রাফট রয়েছে, যার প্রত্যেকটির আসনসংখ্যা ৪৩৬টি।
বিডি প্রতিদিন/এমআই