গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তোলার অপেক্ষায় রয়েছে ইউনিলিভার বাংলাদেশের পক্ষ থেকে ক্লিয়ার মেন আয়োজিত ক্যাম্পেইন ‘পাস করো, রেকর্ড গড়ো’।
গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউনিলিভার বাংলাদেশ জানিয়েছে, সবচেয়ে বড় ভার্চুয়াল ফুটবল চেইন গড়ে এ স্বীকৃতির অপেক্ষা করছে ক্যাম্পেইনটি।
ইউনিলিভার বলছে, ‘বিশ্বমঞ্চে দেশের নাম নতুনভাবে তুলে ধরতে’ ক্লিয়ার মেন আয়োজন করেছিল ব্যতিক্রমী ক্যাম্পেইন ‘পাস করো, রেকর্ড গড়ো’। হামজা চৌধুরীর বল পাসের মধ্য দিয়ে গিনেস রেকর্ড গড়ার এই যাত্রা চলে ২৫ সেপ্টেম্বর থেকে ৬ নভেম্বর পর্যন্ত।
এ ক্যাম্পেইনের নিয়ম ছিল, অংশগ্রহণকারীরা সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও আপলোড করবেন, যেখানে বাঁ দিক থেকে আসা ফুটবল রিসিভ করে কিছুক্ষণ তাদের পায়ে পায়ে কন্ট্রোল করে ডান দিকে পাস করে দেবেন।
এভাবে বাংলাদেশের বিভিন্ন প্রান্তের মানুষকে একইভাবে ভার্চুয়াল চেইনে যুক্ত করে গড়ে ওঠে ‘দেশের সবচেয়ে বড় ভার্চুয়াল ফুটবল চেইন’।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গিনেস বুকে ওয়ার্ল্ড রেকর্ড গড়ার জন্য ক্লিয়ার মেন অ্যাক্টিভলি ১২ জেলার মোট ৫০টি জায়গায় গ্রাউন্ড অ্যাক্টিভেশন পরিচালনা করে। এখানে মাঠ পর্যায়ে সাধারণ মানুষ থেকে শুরু করে ডিজিটাল প্ল্যাটফর্মের ইনফ্লুয়েন্সারদের ব্যাপক অংশগ্রহণ দেখা যায়। তরুণ থেকে প্রবীণ সব বয়সী ফুটবলপ্রেমীরা যুক্ত হন রেকর্ড গড়ার এই যাত্রায়।
ইউনিলিভার বলছে, ক্যাম্পেইনটিতে সর্বমোট ৮ হাজার ৯২২টি ভিডিও জমা পড়ে। এখন গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষের সিদ্ধান্তের জন্য অপেক্ষা।
‘ইউনিলিভার বাংলাদেশ-এর সাথে ক্লিয়ার মেন পরিবার আশা করছে, এই ক্যাম্পেইনটি দেশের জন্য আন্তর্জাতিক অঙ্গনে এক নতুন গর্বের মুহূর্ত তৈরি করবে।’
বিডি-প্রতিদিন/জামশেদ