সাশ্রয়ী মূল্যে সেরা মান, টেকসই আরামদায়ক ফ্যাশন—এই প্রতিশ্রুতি নিয়েই বাংলাদেশে শীতকালীন পোশাকের বাজারে শীর্ষস্থানে নিজেদের অবস্থান ধরে রেখেছে ‘সারা’। বিশেষ করে, জ্যাকেটের ক্ষেত্রে এই ব্র্যান্ডটি এখন ক্রেতাদের কাছে এক বিশ্বস্ত মানদণ্ড।
বাংলাদেশে শীতের আগমন মানেই ফ্যাশন সচেতনদের মনে এক নতুন উত্তেজনা। আর শীতের পোশাকের কথা উঠলেই এখন যে নামটি খুব স্বাভাবিকভাবেই চলে আসে, সেটি হলো ‘সারা লাইফস্টাইল’। স্নোটেক্স গ্রুপ (Snowtex Group)-এর এই লাইফস্টাইল ব্র্যান্ডটি ২০১৮ সাল থেকে যাত্রা শুরু করে অল্প সময়ের মধ্যেই ক্রেতাদের বিপুল আস্থা অর্জন করেছে। এই ব্র্যান্ডের সাফল্যের মূল কারণ এর তিনটি নীতি: টেকসই মান, পরিধানের আরাম এবং বাজেট-ফ্রেন্ডলি মূল্য পরিসর। এই কারণেই বহু ক্রেতার মুখে এখন শোনা যায়, “জ্যাকেট? আগে ‘সারা’ দেখে নিই!”
শীতের শুরুতেই ‘সারা’র নতুন ও বৈচিত্র্যময় কালেকশন
শীতের শুরুতেই ‘সারা’ এবারও নিয়ে এসেছে তাদের সিজনাল কালেকশনের নতুন সম্ভার। ক্রেতাদের ভিন্ন ভিন্ন প্রয়োজন মেটাতে এই কালেকশনে রয়েছে লাইট-ওয়েট শীতকালীন পোশাক থেকে শুরু করে তীব্র শীত মোকাবিলার উপযোগী ভারী জ্যাকেট। পোশাক তৈরিতে ব্যবহার করা হয়েছে টেনসিল, সুতি, ডেনিম, ব্লেন্ডেড এবং সিনথেটিকসহ বিভিন্ন উন্নত মানের ফেব্রিক।
সবচেয়ে আকর্ষণীয় দিক হলো, এত বৈচিত্র্য এবং মান থাকা সত্ত্বেও পোশাকগুলোর দাম রাখা হয়েছে ক্রেতাদের ক্রয়ক্ষমতার মধ্যে—মাত্র ৳ ৫০০ থেকে ৳ ৪,০০০-এর মধ্যে পাওয়া যাচ্ছে এই শীতকালীন পোশাকগুলো।
কালেকশনের প্রধান আকর্ষণসমূহ:
• পুরুষদের জন্য: স্টাইলিশ জ্যাকেট, শ্যাকেট (Shacket), হুডি জ্যাকেট, টেনসিল শার্ট, ফুল স্লিভ টি-শার্ট, ডেনিম শার্ট ও জ্যাকেট, ক্যাজুয়াল শার্ট, ফর্মাল স্যুট, ডেনিম প্যান্ট, জগার্স এবং বিভিন্ন ডিজাইনের শাল।
• নারীদের জন্য: আধুনিক ডিজাইনের কুর্তি, ফিউশন জ্যাকেট, হুডি জ্যাকেট, ডেনিম কুর্তি, ডেনিম জ্যাকেট, আরামদায়ক পঞ্চো, ডেনিম টপস, ফুল স্লিভ টি-শার্ট, হুডি এবং নানা নকশার শাল।
• শিশুদের জন্য: ছেলেদের সংগ্রহে রয়েছে জ্যাকেট, ডেনিম শার্ট, সুইটসেট, ডেনিম জ্যাকেট ও জগার্স। আর মেয়েদের জন্য আছে জ্যাকেট, ডেনিম টপস ও কুর্তি।
এই ব্যাপক কালেকশন নিশ্চিত করে যে, পরিবারের সকলের শীতের ফ্যাশন চাহিদা পূরণের জন্য ‘সারা’ এখন একটি ওয়ান-স্টপ সলিউশন।
ক্রেতার অভিজ্ঞতায় তৈরি এই বিশাল আস্থা
শীতকালীন ফ্যাশনে, বিশেষ করে জ্যাকেটের বাজারে, ‘সারা’ এখন একটি মানদণ্ড হিসেবে বিবেচিত। ব্র্যান্ডটির দীর্ঘমেয়াদী টেকসই পণ্য, পরিধানের সর্বোচ্চ আরাম এবং মূল্য-গুণগত মানের (Value for Money) নিখুঁত সমীকরণের ফলেই এই আস্থা তৈরি হয়েছে। ‘সারা’ বিশ্বাস করে, ক্রেতাদের ভালো অভিজ্ঞতা থেকেই এই ভরসা তৈরি হয়, যা ব্র্যান্ডটিকে ক্রমাগত উন্নতির দিকে চালিত করে।
কেনাকাটা এবং আউটলেট পরিচিতি
২০১৮ সালের মে মাসে ঢাকার মিরপুর-৬-এ প্রথম আউটলেট চালুর পর, ‘সারা লাইফস্টাইল’ দ্রুত নিজেদের আউটলেট নেটওয়ার্ক সম্প্রসারিত করেছে। বর্তমানে ঢাকা এবং ঢাকার বাইরে তাদের একাধিক আউটলেট রয়েছে।
• ঢাকার আউটলেটসমূহ: বসুন্ধরা সিটি, মোহাম্মদপুর, উত্তরা, বারিধারা (জে ব্লক), বনশ্রী, ওয়ারী এবং বাসাবো।
• ঢাকার বাইরের আউটলেটসমূহ: রংপুর (জাহাজ কোম্পানি মোড়), রাজশাহী (রানি বাজার), বগুড়া (জলেশ্বরীতলা), সিলেট (কুমারপাড়া), ফেনী (শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক), বরিশাল (বিবির পুকুর পাড়) এবং নারায়ণগঞ্জ (টিএসএন প্লাজা)।
খুব শীঘ্রই খুলনা শহরের শিববাড়ী মোড়ে ‘সারা’র আরও একটি নতুন আউটলেট চালু হতে যাচ্ছে।
আউটলেটে সরাসরি ভিজিট করা ছাড়াও, ক্রেতারা ঘরে বসেই অনলাইনে কেনাকাটার সুবিধা উপভোগ করতে পারেন।
বিডি প্রতিদিন/হিমেল