চট্টগ্রাম-হাটহাজারী আঞ্চলিক মহাসড়কে দেলোয়ার হোসেন (২৯) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে চিকনদন্ডী ইউনিয়নের বড়দিঘির পাড় এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত দেলোয়ার ফটিকছড়ি উপজেলার বাগানবাজার ইউনিয়নের চিকনছড়া এলাকার বাসিন্দা। সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
রাউজান হাইওয়ে থানার ওসি মুহাম্মদ উল্লাহ জানান, বড়দিঘির পাড় এলাকায় মোটরসাইকেলসহ অচেতন অবস্থায় পড়ে ছিলেন ওই যুবক। পথচারিরা তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। ধারণা করা হচ্ছে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হতে পারে। তবে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
রাউজান হাইওয়ে থানার এসআই জাফর আহমদ জানান, নিহতের মাথা, বুক ও শরীরের বিভিন্ন অংশ থেঁতলানো ছিল।
বিডি প্রতিদিন/এএম