চট্টগ্রামের পটিয়া উপজেলার শাহচান্দ আউলিয়া কামিল মাদ্রাসার ছাত্রাবাস ভবনের সংস্কার কাজ সম্পন্ন হওয়ায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে ভবনের উদ্বোধন করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক মোহাম্মদ ইদ্রিস মিয়া।
এ সময় উপস্থিত ছিলেন শাহচান্দ আউলিয়া ওরশ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ খোরশেদ আলম ও সাধারণ সম্পাদক আনোয়ারুল আলম চৌধুরী, মাদ্রাসা পরিচালনা কমিটির বিদুৎসাহী সদস্য মাওলানা হাফেজ আহমদ আলকাদেরী, শিক্ষক আবুল কাশেম নুরী, মাওলানা আবদুল জব্বার নুরী, বিএনপি নেতা এড. জসিম উদ্দিন, ইব্রাহীম মির্জা, মো. জিয়া প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে মোহাম্মদ ইদ্রিস মিয়া বলেন, ধর্মীয় শিক্ষার পাশাপাশি চরিত্র গঠনে মাদ্রাসা শিক্ষার ভূমিকা অপরিসীম। ছাত্রদের জন্য পরিস্কার-পরিচ্ছন্ন ও নিরাপদ আবাসন সুবিধা তাদের শিক্ষার পরিবেশকে আরও সমৃদ্ধ করবে। এ ধরনের উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আমাদের দায়বদ্ধতা থেকে করা।
তিনি বলেন, শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের উন্নয়নমূলক কাজ সবসময়ই আমাদের অগ্রাধিকার থাকবে। ওরশ কমিটির আর্থিক সহায়তা এবং সবার সহযোগিতায় ছাত্রাবাসটি নতুন রূপ পেয়েছে। মাদ্রাসা ও ছাত্রদের কল্যাণে আমরা সবসময় পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব।
বিডি প্রতিদিন/এএম