চট্টগ্রামের সরকারি-বেসরকারি হাসপাতালের ৮০ জন শিশু চিকিৎসকের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো দুই দিনব্যাপী শিশু ও নবজাতক ক্রিটিক্যাল কেয়ার কর্মশালা। শনিবার বিকালে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের লেকচার গ্যালারিতে কর্মশালাটি সম্পন্ন হয়।
এটি আয়োজন করে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের শিশুস্বাস্থ্য বিভাগ ও বাংলাদেশ একাডেমি অব পেডিয়াট্রিক অ্যান্ড নিওনেটাল ক্রিটিক্যাল কেয়ার। ঢাকার বাইরে প্রথমবারের মতো চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে এমন কর্মশালা আয়োজন করা হয়েছে।
প্রশিক্ষণে ট্রেইনার ছিলেন নবজাতক ও শিশুরোগ বিশেষজ্ঞ বাংলাদেশ শিশু হাসপাতাল অ্যান্ড ইনস্টিটিউটের পেডিয়েট্রিক একাডেমিক প্রধান অধ্যাপক ডা. মনির হোসেন, বাংলাদেশ শিশু হাসপাতাল অ্যান্ড ইনস্টিটিউটের নিউনেটালজির ডেপুটি অ্যাকাডেমিক কো-অর্ডিনেটর প্রফেসর ডা. মাহফুজা শিরিনসহ আরও অনেকে। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিশুস্বাস্থ্য বিভাগের সহযোগী অধ্যাপক ডা. ফাহিম হাসান রেজা।
সভায় বক্তারা বলেন, সংকটাপন্ন শিশু ও নবজাতক রোগীদের বিশেষায়িত সেবার বিষয়ে এমন প্রশিক্ষণ চিকিৎসকদের সমৃদ্ধ করবে। এর মাধ্যমে চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধি ও চিকিৎসা বিজ্ঞানের নতুন নতুন বিষয়ে জ্ঞান অর্জন করার সুযোগ হয়েছে।
বিডি-প্রতিদিন/এমই