চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের কাস্টমস অ্যারাইভাল হলের লস্ট অ্যান্ড ফাউন্ড কর্নার থেকে পরিত্যক্ত অবস্থায় ৮০০ কার্টুন সিগারেট জব্দ করা হয়েছে।
শনিবার বিকেলে সিগারেট জব্দের কথা জানান বিমানবন্দর কর্তৃপক্ষ।
বিমান বন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহিম খলিল জানান, জব্দ করা সিগারেটের আনুমানিক বাজার মূল্য ৯০ লাখ টাকা। এ ঘটনায় পরিবর্তিত আইনগত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/এমই