চট্টগ্রামে পৃথক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছেন অন্তত ছয়জন। গতকাল (৫ ডিসেম্বর) শুক্রবার জেলার হাটহাজারী ও পটিয়া উপজেলায় দুর্ঘটনা দুটি ঘটে। নিহতরা হলেন ফটিকছড়ির ভুজপুর থানার নারায়ণহাট এলাকার জাহাঙ্গীর আলমের পুত্র মো. কাওসার, ২৬, এবং পটিয়ার আশিয়া এলাকার মুজিবুর রহমানের পুত্র মো. নয়ন, ২৫।
নাজিরহাট হাইওয়ে থানার এসআই মো. শাহেদ জানান, শুক্রবার ভোরে ফটিকছড়ির নারায়ণহাট এলাকা থেকে এক বিদেশগামী যাত্রীকে মাইক্রোবাসে করে চট্টগ্রাম শহরের দিকে নিচ্ছিলেন কাওসার। পথে চট্টগ্রাম–খাগড়াছড়ি মহাসড়কের ফরহাদাবাদ স্কুল এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির পিকআপ ভ্যানের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান কাওসার। আহত হন মাইক্রোবাসের আরও পাঁচ যাত্রী। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
অন্যদিকে আশিয়া ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ফয়েজ আহমদ জানান, ফটিকছড়ির মাইজভাণ্ডার দরবার শরীফ থেকে মোটরসাইকেলযোগে পটিয়ায় বাড়ি ফিরছিলেন মো. নয়ন। পথে পটিয়ার ফকিরা মসজিদ এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান নয়ন। গুরুতর আহত হন সঙ্গে থাকা তার বন্ধু রবিন। পৃথক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যুর ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সংশ্লিষ্ট থানা-পুলিশ।
বিডি প্রতিদিন/আশিক