চট্টগ্রামের কর্ণফুলী নদীর হালদার মোহনা অঞ্চলে অভিযান চালিয়ে ২ হাজার ৯শ’ মিটার বেহুন্দি, চরঘেরা ও বেড় জাল জব্দ করেছে বোয়ালখালী উপজেলা মৎস্য দপ্তর।
বৃহস্পতিবার এ অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য অফিসার মো. নাঈম হাসান।
তিনি বলেন, নৌ-পুলিশের যৌথ উদ্যোগে হালদা-কর্ণফুলী নদীর মোহনা অঞ্চলে অভিযান চালিয়ে ১ হাজার মিটার বেহুন্দি ও বেড় জাল, ১৯০০ মিটার চরঘেরা জব্দ করা হয়। জব্দকৃত জালসমূহ স্থানীয় জনতার উপস্থিতিতে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। এসব জালের আনুমানিক মূল্য হবে প্রায় ২ লাখ টাকা।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন