বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় চট্টগ্রামের ফটিকছড়িতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার আলমগীর এ দোয়া মাহফিলের আয়োজন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য আবু আজম তালুকদার, বিএনপির সাবেক আহ্বায়ক নূরুল হুদা চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক আহম্মদ হোসেন তালুকদার।
এছাড়াও বীর মুক্তিযোদ্ধা মাহাবুব আলম, জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দিন শাহীনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের আরও অনেকে উপস্থিত ছিলেন। খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় শেষে বিশেষ দোয়া করা হয়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ