আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া-বোয়ালখালী) আসনে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত প্রার্থী এম. আহমদ রেজা সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। বুধবার বিকালে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ রাঙ্গুনিয়া উপজেলা শাখার উদ্যোগে উপজেলার একটি রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জানানো হয়, তিনটি নিবন্ধিত রাজনৈতিক দল- ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট এবং বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) এর সমন্বয়ে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘বৃহত্তর সুন্নী জোট’ আত্মপ্রকাশ করেছে। জোটগতভাবে এখনো রাঙ্গুনিয়ায় মনোনয়ন দেওয়া হয়নি। এম আহমদ রেজা নিজে জোটের মনোনয়ন প্রত্যাশী।
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মনোনীত প্রার্থী এম. আহমদ রেজা বলেন, নির্বাচন কমিশন ঘোষিত রোডম্যাপ অনুযায়ী ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হতে পারে। গত দেড় দশকের জাতীয় নির্বাচনগুলো বিতর্কিত ছিল। তাই জনগণ এবার একটি অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ নির্বাচন চায়।
টিআইবির রিপোর্টের প্রসঙ্গ টেনে তিনি বলেন, দুর্নীতি, প্রশাসনিক অনিয়ম ও জবাবদিহিতার সংকট বেড়েছে। সাংবাদিকদের ওপর হামলা ও মামলাকে আমরা গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকি হিসেবে অভিহিত করি। তাই আমরা চাই গণমাধ্যমের স্বাধীনতা।
তিনি বলেন, উন্নয়নের ক্ষেত্রে এই এলাকা পিছিয়ে রয়েছে। তাই আগামী নির্বাচনে বিজয়ী হয়ে রাঙ্গুনিয়াকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা ইসলামিক ফ্রন্টের সভাপতি অধ্যাপক এ.কে.এম সাইফুদ্দীন মামুন, সহ-সাধারণ সম্পাদক সহ-সাধারণ সম্পাদক জাফর আলম, উপজেলা বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত সভাপতি অধ্যক্ষ মাওলানা হাফিজুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা হামিদুর রহমান, সদস্য মুহাম্মদ আলমগীর প্রমুখ।
বিডি-প্রতিদিন/তানিয়া