চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চিটাগং কনটেইনার টার্মিনাল (সিসিটি) বিদেশি প্রতিষ্ঠানের কাছে হস্তান্তরের প্রক্রিয়া বন্ধের দাবিতে মশাল মিছিল ও সমাবেশ করেছে বন্দর রক্ষা পরিষদ।
বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে নগরীর হালিশহর বড় পুল এলাকায় এ মিছিল বের করা হয়। এতে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। মিছিলকারীরা ‘আমার বন্দর আমার মা, বিদেশিদের দেবো না’, ‘বন্দর নিয়ে ষড়যন্ত্র মানি না, মানবো না’-এমন নানা স্লোগান দেন।
মিছিল-পরবর্তী সমাবেশে পরিষদের আহ্বায়ক হাসান মারুফ রুমী বলেন, এনসিটি ও সিসিটি বন্দরের অত্যন্ত লাভজনক টার্মিনাল। এগুলো বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার চেষ্টায় দেশ ক্ষতিগ্রস্ত হবে- বিদেশে অর্থ যাবে, কর্মসংস্থান হারাবেন স্থানীয় শ্রমিকরা।
তিনি আরও বলেন, লালদিয়া চর ও পানগাঁও টার্মিনাল নিয়েও সরকার বিদেশিদের সঙ্গে গোপনে দীর্ঘমেয়াদি চুক্তি করেছে। এসব চুক্তি দ্রুত বাতিলের দাবি জানান তিনি।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ