চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানায় মো. বাবুল হত্যা মামলার প্রধান পলাতক আসামি আবুল হোসেনকে র্যাব গ্রেফতার করেছে।
মঙ্গলবার রাতে তাকে চকবাজার থেকে ধরা হয়। আবুল হোসেন (৩২) পূর্ব শহীদ নগর এলাকার মো. শফিক মিয়ারের ছেলে।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, মো. বাবুল হত্যা মামলার তদন্তে প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে নগরের চকবাজার থানাধীন ইমামগঞ্জ, সাহাবুদ্দিন কলোনি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বায়েজিদ বোস্তামী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি-প্রতিদিন/মাইনুল