রাঙামাটিতে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে মানবিক সহায়তা বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার বরকল উপজেলা বিজিবির ১২ ব্যাটালিয়নের উদ্যোগে এ সহায়তা প্রদান করেন সেক্টর কমান্ডার কর্নেল আহসান হাবীব।
এ সহায়তার আওতায়, ছোট হরিণা জোনের ভূষণছড়া ও বড়হরিণা ইউনিয়নের একটি মসজিদ, একটি মাদরাসা ও একটি বেসামরিক বিদ্যালয়কে সহায়তা দেওয়া হয়। পাশাপাশি ২৮টি পাহাড়ি ও বাঙালি পরিবারকে আর্থিক সহায়তা ঢেউটিন, সেলাই মেশিন, চিকিৎসার জন্য নগদ টাকা তুলে দেন তিনি। এছাড়া ছাত্রদের মনোবল উজ্জীবিত করার লক্ষ্যে খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়।
কর্নেল আহসান হাবীব জানান, বিজিবি শুধু দেশের সীমান্ত রক্ষা নয়, মানুষের কল্যাণে কাজ করাকেও দায়িত্ব মনে করে। তারই অংশ হিসেবে পাহাড়ের সুবিধাবঞ্চিত মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছে। ছোটহরিণার মতো দূর্গম পার্বত্য এলাকায়ও নিয়মিত সাহায্য পৌঁছে দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, 'সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে আমরা বরাবরের মতো মানবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আগামীতেও এ কর্মকাণ্ড অব্যাহত থাকবে।'
বিডি-প্রতিদিন/এমই