বিএনপি চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফটিকছড়িতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার হেঁয়াকো বাজারে স্থানীয় বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এ জনসভা ও দোয়া মাহফিলে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর প্রধান অতিথির বক্তব্য শেষে নিজেই মোনাজাত পরিচালনা করেন।
ইউনুফ চৌধুরীর সভাপতিত্বে এবং যুবদল নেতা একরামুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন—ফটিকছড়ি পৌরসভা বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন, আহমদ হোসেন তালুকদার, মিহীর চক্রবর্তী, জেলা কৃষকদলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন, নাজিরহাট পৌরসভা আহ্বায়ক এজহার মিয়া, সদস্য সচিব শাহনেওয়াজ সেবুল, নাছির উদ্দীন, মুনসুর চৌধুরী, নাছির উদ্দীন বিপ্লব, সিরাজদৌল্লা চৌধুরী দুলাল, নাজিম উদ্দীন বাচ্চু, অদু সওদাগর, আবুল খায়ের, আবু মেম্বার, আহমদ ছাফা মেম্বার, মিল্টন চৌধুরী, মো. সাইফুদ্দিন, আমান উল্লাহ, জাহেদ মেম্বার, মোজাহারুল ইকবাল লাভলু, মহিন উদ্দিন মেসি, এম মাহফুজ, মীর আকবর, শাকিল চৌধুরী রনি, এম আলম, মেহেদীসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/হিমেল