চট্টগ্রাম বন্দর অভিমুখে পদযাত্রার চেষ্টা করেও পুলিশের বাধায় অগ্রসর হতে পারেননি চট্টগ্রাম বন্দর রক্ষা পরিষদের নেতাকর্মীরা। দেশের প্রধান সমুদ্রবন্দরের দুটি কনটেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের হাতে দেওয়ার চুক্তি ও চলমান প্রক্রিয়া বাতিলের দাবিতে সোমবার আগ্রাবাদ মোড় থেকে পদযাত্রা শুরু করেন সংগঠনের নেতাকর্মীরা। বারিক বিল্ডিং মোড়ে পৌঁছানোর আগেই পুলিশ বাধা দিলে সেখানেই তাৎক্ষণিক সমাবেশ করেন তারা।
সমাবেশে বন্দর রক্ষা পরিষদের আহ্বায়ক হাসান মারুফ রুমী বলেন, চট্টগ্রাম বন্দরের সিসিটি ও এনসিটি বিদেশি অপারেটরকে দেওয়ার প্রক্রিয়া থেকে সরে আসুন। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলেছেন— নির্বাচনে মনোযোগ দিন, অস্থিরতা বাড়ানোর চেষ্টা করবেন না।
লালদিয়া চর ও পানগাঁও টার্মিনালের চুক্তি প্রসঙ্গে তিনি বলেন, এসব চুক্তি জনগণের সামনে প্রকাশ করা হয়নি। জনগণের প্রতিনিধি বা স্টেকহোল্ডারদের সঙ্গেও আলোচনা করা হয়নি। চুক্তির ফলাফল কী হতে পারে— সেটিও গোপন রাখা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
হাসান মারুফ রুমী আরও বলেন, বন্দরের নিজস্ব অর্থায়নে তৈরি সিসিটি ও এনসিটি কোনোভাবেই বিদেশি প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করা যাবে না। দেশের সম্পদ রক্ষায় প্রয়োজন হলে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
বিডি-প্রতিদিন/সুজন